স্বভাব কবি ও লেখিকা,সম্পাদিকা মালবিকা মজুমদার
প্রতিশ্রুতি তর্পণ মালবিকা মজুমদার
একদিন নন্দিনী
পড়ন্ত বিকেলের রোদ্দুর মেখে ভাবের উন্মুক্ত ডানায়,অপেক্ষার নীল ফসিল সুখে ভেসেছিলো। মৃত্যু ঘুমের গভীরতা সরিয়ে, উচ্চতার গভীর খাদপেরিয়ে, স্ফট…
প্রতিশ্রুতি তর্পণ
মালবিকা মজুমদার
একদিন নন্দিনী
পড়ন্ত বিকেলের রোদ্দুর মেখে ভাবের উন্মুক্ত ডানায়,অপেক্ষার নীল ফসিল সুখে ভেসেছিলো।
মৃত্যু ঘুমের গভীরতা সরিয়ে, উচ্চতার গভীর খাদ
পেরিয়ে, স্ফটিক সাদা কবিতার সারি বেঁধেছিলো।
ইহুদি দ্বীপে.....
বিজয়ী সৈনিকের মতো নতুন সকালের সংকল্পে,
উষার প্রথম বাতাসকে সে বুক ভরে নিঃশ্বাস নেয়।
সবুজের গভীরে শ্যওলার মতো, আর অন্ধকারে
মিশে যেতে হয় না ,দুরত্বের দেউলিয়াপনা ভেঙ্গে
প্রতিশ্রুতির তর্পণে....
শিশু ঊষার আলোক জড়িয়ে সে এগিয়ে যায়।
ধূলার আঁকড়ে গড়া সেতুতে পায়ে পায়ে কিংবদন্তী
কিশোর বিকেলের রক্তিম আকাশের গায়ে লিখে
দেয় আবার বেঁচে উঠে রঙিন স্বপ্ন জাগার গল্প।
#copyright #protected
*****************************
নোনতা দৃষ্টিকোণ
মালবিকা মজুমদার
তারিখ-২৫/০৯/২০২০
-------------------------------
ভেতরে ভেতরে দাঙ্গার মঞ্চ সাজলে রাঢ় উত্তাপে পোড়ে বায়বীয় সুখ।
বেদুইন রোদ্দুর জোয়ারে সেজে ওঠে অক্ষর অলঙ্কারের বাস্তু মিশ্রণ ।
বাউন্ডুলে পরিচয় নিয়ে মন ঠিকানা হারালে ,অংশত চাঁদ খুবলে খায় অধিবর্ষ রাত।
ভাঙনের দখলোত্তর ইতিহাসে মজুতদারদের বাড়বাড়ন্ত কবিতার ছাদে।
কিছু শাশ্বত নয় জেনে সর্বস্বত্ব সংরক্ষণ এর প্রতিযোগিতায় স্রোত বয়ে চলে।
জমিয়ে রাখা সব,একসময় শেষ হয়ে মিশে যায় উৎসের জৈবিক খাতে।
নেমপ্লেটের চাকচিক্য মুঝে অতিমারীর ঝঞ্ঝা ,অদৃশ্য শক্তি লিখবে আগামীর ইতিকথা।
বাইরের আর ভেতরের মধ্যে জন্মান্তরের বিভেদ নিয়ে চৈকাঠ পেরোনো অসম্ভব প্রায়।
তাই বাইরের আড়ম্বরের ভুলের মাশুল গুনবে চোখের জল।
চোখের উপরে বিশ্বাস করে পক্ষপাতদুষ্টতার সার্বিক দায় নেয় নোনতা দৃষ্টিকোণ।
#Copyright #protected
***************************
#বিদ্রোহী #বর্ণমালা
#মালবিকা মজুমদার
------****-----****---------
কাতর কিরীটি কাজলে কোহিমার কান্না
সহ্যের বাঁধ ভাঙছে ।
খাজুরাহোর ক্ষয়ের খতিয়ানের খসড়া
কাফিররাই তো বুনছে।
অস্ফুট অক্ষির অঙ্কিত অকাল অসহায়তা
লক্ষ মানুষ শুনছে।
বনেট বর্মীবাক্সে বিদ্রোহী বর্ণমালারা বৈভব
প্রত্যাশার প্রহর ধুনছে।
সুনিপুণ শিকারীরা সিক্ত স্বরে শীৎকারে
ক্ষতির খুচরো গুণছে।
কাবেরী কনক কোজাগরী কাঁকণে কামনা
স্বপ্নের জল্পনা চলছে।
নগর কীর্ত্তনের নিশান্তে নিখিল নক্ষত্ররা
জেগে ভ্রমের জাল কাটছে।
অধিকরণে আটকে আশঙ্কার অমনিবাসে
মিথ্যার মনোপলি বাড়ছে।
কোন করণে কাড়ছে কৈশোর কিশলয়
অসত্যের প্রদীপ জ্বলছে।
দ্রাবিড় দাঙ্গায় দখলের দাবিতে দৃশ্যান্তরে
বিচারের বাণী কাঁদছে ।
চিন্তার চত্বরে চুপকথারা চপল চতুরঙ্গে
সময়ের শাখায় ভাসছে।
*******************************
#রঙের #রেসিপি
#মালবিকা #মজুমদার
আবার একবার পঞ্চবার্ষিকী প্রতিশ্রুতির ধ্রুপদী
রঙ্গমঞ্চে সেরা সঙেরা সাজবে, প্রস্তুতি চলছে।
আশ্বাসের কঙ্কাল কাঠামোতে জনগণের পাতে পড়বে, খেয়ালি পোলাও এর চমকদার রেসিপি।
মূক বধিরদের উদ্দেশ্যে বিলি করা হবে ,না পাওয়া
অধিকারের সুদীর্ঘ খসড়া।
সদ্য গড়া আকাক্ষার উষ্ণায়নে ফার্মান্টেশন ঘটবে বিবেকের বিশ্বাসের ।
আস্থারা ধসে যাবে বছর না ঘুরতেই ল্যান্ড স্লাইডের মতো।
কপালের তিলকের রঙ পরিবর্তন হবে খুচরো বাটার নগরায়নে,
চার্ণক্যে নীতি সক্রিয় হয় জনস্রোতের উপর।
উত্তর থেকে দক্ষিণ জবর দখলদারির মাৎস্যন্যায়
দেখা দেয় একে একে নিঃশব্দে।
সর্বহারা অশ্লেষ লাভা জমা থাকে মনের অন্দরমহলে,
রাত্রির অন্ধকারে দু চোখ পান করে স্প্রিংটারের ঝলকানি ।
আঁচলের খুঁটে গাঁট বেঁধে নেয় ,জাহ্নবী বেদনা, ভেতরে ভেতরে ক্ষয়ে যায় অগ্রগতির অভিমুখ।
সাধারণের বর্ণের বৈচিত্র্য নেই, সাদা কালোর উদয়াস্ত অপ্রতুল জোগান ভবিতব্যের ভারে ।
যখন পূর্ব পদ আর পর পদের প্রাধান্যে দ্বন্দ্বের
জলসা সাজে পাড়ায় পাড়ায় ।
তখন ক্ষমতার আড়তদারেরা মজুত করে মালিকানা প্রতিষ্ঠার কাঁচামাল বারুদ।
পরিবর্তনের প্রত্যাশা অতিবৃষ্টি বা অনাবৃষ্টির
মতো অনিশ্চিত থাকে ফি বছর ।
দীর্ঘ চড়াই উৎরাই পার করেও বন্ধুরতা কাটে না,অসাম্যের অনন্ত সূচিপত্রে ।
#Copyright #protected