Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরী সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

💗অবহেলিত জননী 💗
ফারাবী আক্তার তারিখ ঃ ২৪/০৯/২০২০
বউকে রাখিস পাঁচ তলায় মাকে রাখিস গাছ তলায়। যে মায়ের গর্ভে সিদ্ধ হয়েছিসসে মাকে বৃদ্ধাশ্রমে রেখে পাপ করছিস।
দশ মাস দশদিন গর্ভে ধরে কত কষ্ট দিয়েছিস তারে। বৃদ্ধাশ্রম হলো তার আশ্রয় আল্ল…

 



💗অবহেলিত জননী 💗


ফারাবী আক্তার 

তারিখ ঃ ২৪/০৯/২০২০


বউকে রাখিস পাঁচ তলায় 

মাকে রাখিস গাছ তলায়। 

যে মায়ের গর্ভে সিদ্ধ হয়েছিস

সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে পাপ করছিস।


দশ মাস দশদিন গর্ভে ধরে 

কত কষ্ট দিয়েছিস তারে। 

বৃদ্ধাশ্রম হলো তার আশ্রয় 

আল্লাহ রহমতে তোরও হবে না প্রশ্রয়।


মা বোনের জন্য রাস্তায় রেখেছিস কাঁটা। 

আল্লাহ তোর বিচার করবে যেদিন, সেদিন দেখাস তোর বুকের পাটা।


মা জননীর মায়া মুখটি পাবে না যখন দেখা। 

শূন্য ঘরে কাঁদবে তুমি শুধুই নিরবধি একা।


প্রসবকালে কত যন্ত্রণা দিয়েছিলে তারে।

জীবন মৃত্যু বাজি রেখে ভুবনে এনেছে তোমারে।


জান্নাতের বাগিচায় থাকবে না তোর দেহ।

পুলসিরাতের দগ্ধ আগুনে কাঁদবে তোর রুহ্।


বউকে পেয়ে মা জননীকে করলি অবহেলা। 

দিন শেষে শূণ্য ঘরে থাকবি তুই সকল বেলা।