Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষাব্রতী যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম রাজপুরে শিক্ষা বিস্তারের কাজ শুরু করেছিলেন একজন শিক্ষক। বর্তমানে সেখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। তিনি যতীন্দ্রনাথ পড়িয়া। একজন স্বনামধন্য শিক্ষক। তার দা…

 


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম রাজপুরে শিক্ষা বিস্তারের কাজ শুরু করেছিলেন একজন শিক্ষক। বর্তমানে সেখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। তিনি যতীন্দ্রনাথ পড়িয়া। একজন স্বনামধন্য শিক্ষক। তার দানশীলতাও সর্বজনবিদিত। এই মহান কর্মবীরকে স্মরণীয় করে রাখতে জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিলেন তার পুত্রসহ পরিবারের লোকজন। এগিয়ে এলেন গ্রামবাসী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। গঠিত হল স্মৃতি রক্ষা সমিতি। ২ জুন ২০২৫ থেকে আগামী ২ জুন ২০২৬ পর্যন্ত বছর ব্যাপী নানা কর্মসূচি চলবে। থাকবে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, দু:স্থদের পোশাক বিতরণ, গর্ভবতী মা ও শিশুদের ফল বিতরণ, স্মরণ সভা, আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা, স্মারকগ্রন্থ প্রকাশ, রক্তদান উৎসব এবং শতবর্ষ স্মরণে ১০০ টি বৃক্ষরোপণ। 


কর্মসূচিগুলি তার বাড়ি, কর্মস্থল বিদ্যালয় এবং সন্তানদের বাসস্থান ইত্যাদি জায়গায় অনুষ্ঠিত হবে। প্রথম কর্মসূচি হিসেবে এদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী এবং বরিষ্ঠ দু:স্থ গ্রামবাসীদের হাতে শাড়ি এবং পোশাক তুলে দেওয়া হল। 

 এদিনের এই প্রারম্ভিক অনুষ্ঠানে ৭৩ জন শিক্ষার্থী এবং ২০ জন দু:স্থ গ্রামবাসীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হল।


 পরিবারের সদস্যসদস্যা ছাড়াও স্মৃতি রক্ষা সমিতির  সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য, গান, কবিতা এবং স্মৃতিচারণ ইত্যাদি পরিবেশনের মাধ্যমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।


আজকের এই শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণ অনুষ্ঠানে ক্ষুদ্র জীবনী সম্বলিত একটি ফোল্ডার প্রকাশিত হয় এবং অনুষ্ঠান শেষে মাস্টারমশাইয়ের স্মৃতিতে প্রাথমিক বিদ্যালয় পার্শ্বস্থ বাগানে চারাগাছ রোপণ করা হয়।