:#চিঠি_প্রিয়_কবিকে#পিউ_হালদার_আশপ্রিয় কবিকেমন আছো প্রিয় কবি? মনে পড়ে তোমার আমাকে? পড়ে না না??? জানি তো আমার মতন সাধারণ কবিকে কি মনে রাখবে তোমার মতো বড় কবি?? আমি তো কবি হতে চাইনি? ছিলাম তো সাধারণ মানুষ! তবে কেনো করলে জোর আমায় সা…
:#চিঠি_প্রিয়_কবিকে
#পিউ_হালদার_আশ
প্রিয় কবি
কেমন আছো প্রিয় কবি? মনে পড়ে তোমার আমাকে?
পড়ে না না??? জানি তো আমার মতন সাধারণ কবিকে কি মনে রাখবে তোমার মতো বড় কবি??
আমি তো কবি হতে চাইনি? ছিলাম তো সাধারণ মানুষ!
তবে কেনো করলে জোর আমায় সাধ জাগালে কবি হবার?
একটু একটু করে শিখতে শিখতে যখন মাঝপথে এলাম
ছাড়লে আমার হাতটা,, চলে গেলে, তাকালে না পিছন ফিরে।
না না আমি কবি হতে চাইনি........
চেয়েছিলাম শুধু তোমার প্রেমিকা হয়ে আজীবন থাকতে,
তোমার মনের গোপনে,অন্তরের ভালোবাসার বেড়াজালে
আবদ্ধ হয়ে থাকতে।
ভালোই ছিলাম,, তোমার প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে
কোথায় যে ভেসেছিলাম নিজেও জানিনা।
সময় এসেছে লাগাম টানার, নিজেকে গুটিয়ে নেবার।
কবিতাটা আমার আর শেখা হোলো না,
না না আর লিখবো না কখন ও কবিতা, লিখবো না মনের কথা।
শুধু মনের ডায়েরীতে লিখে রাখবো মনে গোপন ব্যথার কথা।
যেখানে কারোর প্রবেশ নেই, দেখবে না কেউ, সেই মনের অন্তঃস্থলে।
কবি হওয়াটা আর হোলো না আমার, মনের সাধ অপূর্ণই রয়ে গেলো।
হোলো না তোমার প্রেমিকা হওয়া,জীবনটাই যে মাঝপথে থেমে গেলো।
হোলো না আর আমাদের দ্যাখা,হাতে হাত ধরে চলা,
জীবন আমার থমকে গেলো এইবেলা।
গুছিয়ে লেখাটা কোনোকালেই আসে না আমার, তোমার মতো বড় কবি নই আমি।
আমার কাছে আমার আমিটাই যে বড্ড দামী।
তুমি হও বড় কবি, নাম যশ খ্যাতির উচ্চশিখরে পৌঁছে যাও। দূর থেকে দেখবো আমি, বলবো ভালো থেকো প্রিয় কবি,
আমার না হয় হোলো না কবি হওয়া, মনের মাঝে রইলো তোমার ছবি।
✍️পিউ
১২/০৯/২০২০
*************
#ভুল
#পিউ_হালদার_আশ
যদি মনে করো ভুলে যাবে, মনে রাখতে বলবো না।
যদি মনে করো সামনের দিকে এগিয়ে যাবে একা, পিছু ডাকবো না।
যদি মনে করো আমার ভালোবাসা মিথ্যা তাহলে জোর করে সত্যি করাবো না।
যদি মনে করো আমি ব্যস্ততার ভান করছি, তাহলে ভুল ভাঙাবো না।
যদি মনে করো আমাকে ভুলে ভালো থাকবে, তাহলে আর জোর করবো না।
ভাববো সবটাই আমার মনের ভুল, স্বপ্নের রাজ্যে বাস করছিলাম তোমার রাজরানী হয়ে।
যে স্বপ্ন গড়া শুধুই হরতন, রইতন, চিড়তন তাস দিয়ে।
তবে আমি কোনোদিন ও পারবো না ভুলতে স্বপ্ন আমার তাসের দেশের
বাঁচবো যতদিন থাকবো এই পৃথিবীতে,তুমি থাকবে আমার অন্তরমাঝে নীরবে নিভৃতে।
তোমার আদর,তোমার যত্ন ,অন্তরের ভালোবাসা রাখবো যতনে বুকের মাঝে।
ভুল বুঝবো না তোমায় আমি, জানবো এ আমার ভাগ্যের লিখন,
শুধু বলবো হে প্রিয় ভালো থেকো সবার মাঝে, তোমার প্রিয়াকে ভালোবেসে।
০৯/০৯/২০২০
********
: কবিতা -প্রথম দেখা
কলমে- পিউ হালদার আশ
১২/০৯/২০২০
মনে পড়ে তোর আমাদের দেখা করার সেই দিনটার কথা??
ওই দিনটা ছিলো সম্ভবত দ্বিতীয় দিন,, কারণ প্রথম দেখা তো হয়েছিল তরুণ স্যারের বাড়িতে।
তুই যখন স্যারের বাড়িতে এলি, তোকে দেখে তো চোখ ফেরাতেই পারছিলাম না।
লাল টিশার্ট, ডেনিম জিন্স, হাতে গোল্ডেন ব্যান্ডের ঘড়ি,
উফফফ ঠিক যেনো কোন দেবদূত এসে হাজির হয়েছে আমার সামনে।
প্রথম কোনো ছেলের প্রতি এতটা আকৃষ্ট হয়ে গেলাম আমি,
কারণ সেদিনই বুঝেছিলাম তুই আমার কাছে কতটা দামী।
প্রথম দিনেই আমার পাশে বসেছিলিস তুই, বলেছিলিস একটা পেন হবে সুস্মিতা??
আমি মুচকি হেসে পেনের বাক্সটাই এগিয়ে দিয়েছিলাম তোর দিকে,
একটু একটু করে চলতে লাগলো আমাদের ভালোবাসা,
তুই ছাড়া তখন যেনো আমার সবকিছুই অন্ধকার।
তারপর যেদিন দেখা করলাম জোড়া দীঘির পারে,
তুই পরেছিলিস নীল রঙা শার্ট আর আমি হলুদ শাড়ি লাল পেড়ে।
বেশ তো কাটছিল দিনগুলো, হঠাৎ কিসব হয়ে গেলো??
কোথা থেকে এলো ওই দিয়া তোর জীবনে, ছাড়খাড় হয়ে গেলো সব সম্পর্ক।
আসতে আসতে তুই আমায় ভুলে যেতে শুরু করলি।
এই মধ্য চল্লিশেও আমি একা, শুধুই একা, বেঁচে আছি তোর সবটুকু ভালো স্মৃতি নিয়ে।
এইভাবেই তুই থাকবি আমার হৃদয়ে, নীরবে নিভৃতে।
১০/০৯/২০২ঃ
*******************
#কেউ_কথা_রাখে_নি
#পিউ_হালদার_আশ
কেউ কথা রাখে নি, জানি ভুলটা আমার ই ছিলো।
একটু বেশী ই বিশ্বাস করে ফেলেছিলাম।
বলেছিলো ভালোবাসি তোমায়, তোমাকে ভালোবেসেই কাটিয়ে দেবো সারাটি জীবন।
ভুল ভুল ভুল, সবটাই ভুল। সহজ সরল মনে বিশ্বাস করেছিলাম।
প্রেমিকের ভালোবাসার জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলাম।
কিন্তু জানতাম না জোয়ারের পরেই আসে ভাঁটা,
প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে একেবারে তীরে গিয়ে ঠেকেছিলাম।
জানি না সেখান থেকে ফেরার পথ আদৌ আছে কিনা।
তুমি বলেছিলে ভালোবাসি তোমায় প্রিয়া, তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই।
কই পারলে না তো রাখতে? অভিমানী এই মনটাকে করে দিলে ছাড়খাড়।
প্রতিটা মুহূর্তে মনে পড়ে তোমার দেওয়া আশ্বাস বানী।
আমি তো আছি প্রিয়া, চিন্তা কি???
সবটাই কি তাহলে ছিল ক্ষণিকের আবেগ, মোহ??
নাকি নতুন প্রেম এসেছে জীবনে, তাই এত অবহেলা??
কথা দিয়েও কথা রাখতে পারলে না প্রিয়??
কি দোষ ছিলো আমার বলো? তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসেছিলাম,,
এটাই কি আমার দোষ?? ভালোবাসা টা কি অপরাধ প্রিয়??
আজ আমার সব হারিয়েছে, ভালোবাসা, বিশ্বাস, ভরসা।
ভালোবাসার দহনে পুড়তে পুড়তে আজ আমি দগ্ধ,
মনটা আমার ক্ষত বিক্ষত, প্রতি মুহূর্তে মনে পড়ে তোমার দেওয়া প্রতিশ্রুতি গুলো।
আমি তো আছি প্রিয়া.. তোমার সাথে, তোমার পাশে।
না, কথা রাখোনি, কেউ কথা রাখেনি, কেউ না, তুমি ও না।
তবুও বলবো আমি আজ ও তোমায় ভালোবাসি, আর এইভাবেই তোমার স্মৃতির সবটুকু নিয়ে ভালোবেসে যাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো।
আমায় ভুলে ভালো থেকো,
আমি থাকবো তোমার অপেক্ষায়, যদি কখনও আসো ফিরে
সাদরে গ্রহণ করবো তোমায়....
আমি যে বড্ড ভালোবাসি তোমায় প্রিয়,বড্ড ভালোবাসি।।
✍️পিউ
১৩/০৯/২০২০