Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক শৈলেন মন্ডলের কবিতা গুচ্ছ

#আগমণীকলমে- শৈলেন মন্ডল২৩/০৮/২০২০
শরৎ এলো শুভক্ষণে
আকাশে শুভ্র মেঘের আগমণীকাশের বনে মায়ের পদধ্বনি। 
শরতের কাশের দোলাঢেউ জাগে মনে তাই
বাজবে আগমণীর সুরমনেতে আনন্দের সীমা নাই।
সাদা সাদা মেঘ ভাসেপ্রকৃতিও সাজে নীল আকাশে
বিষন্নতা ছেড়ে মন মা…

 


 #আগমণী

কলমে- শৈলেন মন্ডল

২৩/০৮/২০২০


শরৎ এলো শুভক্ষণে


আকাশে শুভ্র মেঘের আগমণী

কাশের বনে মায়ের পদধ্বনি। 


শরতের কাশের দোলা

ঢেউ জাগে মনে তাই


বাজবে আগমণীর সুর

মনেতে আনন্দের সীমা নাই।


সাদা সাদা মেঘ ভাসে

প্রকৃতিও সাজে নীল আকাশে


বিষন্নতা ছেড়ে মন মাতে

কী নিদারুন উল্লাসে হাসে।


শিউলি ফুলের সোহাগ মেখে

দখিনা বাতাসে ছুটে সৌরভ


নবরূপ সাজে প্রকৃতি হাসে

আসে যেন হারানো গৌরব।


ঘাসের আগায় শিশির বিন্দু

মনোরম শোভা পায় কত


সুখের পরশে ভরে যায় 

দুঃখ বিতাড়িত হয় যত।

.....................

#অভিমানী_অপেক্ষা

✍ শৈলেন মন্ডল

২৪.০৮.২০২০


তোমার অভিমানের মতো আকাশটাও বেশ অনেকটাই মুখ ভার করে আছে।


একপশলা বৃষ্টি এলেও আসতে পারে। 

সলাজ জীর্ণ আঁখিপাতের কাজলটাও ভালো করে পরে নিয়েছি।

 

অব্যক্ত গহীন মনের যন্ত্রনাটাও আবার তীব্র আকার নিয়েছে। রক্তক্ষরণের স্রোতটাও কেমন উন্মাদের মতো বয়েই চলেছে।


শরতের আকাশে কতো আদর মাখা মেঘ ভাসে আবার চোখের সামনে দিয়েও ভেসে ভেসে যায়। 


তোমার আমার স্বপ্নমাখা কতোই না রঙিন ছিল,আজ কেমন বড়ো ফ্যাকাশে হয়ে গেছে। 


ঝুল বারান্দায় গিয়ে আজও কেমন পথ চেয়ে থাকি। তোমার আসার আর সময় হোলো না!


স্মৃতির বিষন্নতায় বিভোর হয়ে থাকা মন আজ সুদূর নীল আকাশে আর ডানা মেলে না। নভনীল আকাশ গগণে শুধুই শূণ্যতা আর শূণ্যতা।


কালো মেঘের কানাগলি বেয়ে আসে অমোঘ বিদ্যুতের ঝলকানি। আগের মতো দুরুদুরু ভয়ে কাতর হয়ে তোমার বুকে লেপ্টে যেতে পারি না।


কেমন যেন নিশ্চয়তায় নিরাপত্তার অভাবে চমকে উঠি। 


আজও  অনুভব করি তোমার উষ্ণ রোমশ বুকে লেপ্টে যাওয়া পরম আলিঙ্গনের সংগোপন। 


এখন আর খেতে ইচ্ছে করে না আর রাতে ঘুম আসে না। 


প্রচন্ড ঘুম কেথায় যেন হারিয়ে গেছে। আধো জাগা ঘুমের মাঝেও শুধু তোমায় দেখতে পাই।


তোমার ছবিটা রঙিন বায়োস্কোপের মতো দেখি শুধু দেখি। ঠিক যেন লিওনার্দো দ্য ভিঞ্চির অবয়ব মোনালিসা। 


তোমায় ভাবনার অবসরে বুকটা কেমন যেন ধড়পড় করে আর মাঝে মাঝে খুব দীর্ঘ  নিঃশ্বাস পড়ে। শরীরটা কেমন অস্হির অস্হির মনে হয়। 


এসব শুনলে তুমি নিশ্চয় বলতে বদ্ধ পাগল  আমি।


দেখো, একদিন হয়তো সবকিছুই ওভারকাম করবো। অপেক্ষার পর আবারও তুমি আসবে আবারও তোমায় বলবে ভালবাসি ভালবেসে।

.....................................

#স্মৃতিকল্প

✍ শৈলেন মন্ডল

২৬.০৮.২০২০


বৃষ্টি ভেজা শ্রাবণে কতো স্মৃতিই না মনে পড়ে,জানালায় বৃষ্টি ফোঁটা এসে ধরা দেয় আর সার্সি বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে।


সেই পুরানো আদর মাখানো স্মৃতি আজও ভেসে ওঠে মনের আঙিনায়। 


প্রেমের নির্বাক অাঁচল দিয়ে অহরহ ঢেকে রাখি আমাদের দুটি অভিন্ন হৃদয়।


আজও প্রেমের নীল যমুনায় ভেসে স্বপ্ন আঁকি রামধনু রং দিয়ে। 


গাংচিলটা ভাসে শুধু নীল আকাশে আবেগ আর বিহ্বলতা নিয়ে সুদূর নীল গগনের দূর সীমানার হাত ছানিতে।


দিনের আঁচল সাঁঝের বিলাসিতায় নেমে আসে অমোঘ আবেগ আহরনে।


দখিনের দমকা বাতাসে জানালা খুলে যায় ঠং ঠং শব্দে।

পর্দাগুলো উথাল পাথাল হয়ে পত পত শব্দে উড়তে থাকে।


মনের মাঝে শুরু হয় অজানা কোনো শিহরন অার নিরবতায় কাঁপতে থাকে শরীর।


সময়ের অবগুণ্ঠন সরিয়ে তুমি অাসতে পরম বিলম্বিত লয় মেনে।


ঝুল বারান্দার ব্যালকনিতে দুজনে দাঁড়িয়ে আমরা ভালবাসা যাপন করতাম।


আকাশে বাতাসে ভেসে আসতো ফুলের সৌরভ,বড়ো মোহিত করতো আমাদেরকে।


নিকষ কালো অন্ধকারে বৃষ্টির শন শন শব্দে আর জোনাকির আলো সঞ্চারনে এক অাচ্ছন্ন নিরবতা গ্রাস করতো আমাদের।


অমোঘ প্রেমের টানে হারিয়ে যেতাম,পরম উষ্ণ আলিঙ্গনে দুটো শরীরের ঘ্রাণ নিতে।


ঠোঁটদুটো কামড়ে ধরে বিনিময় করতো আদর যাপন।


ফিরে পেতাম এক মোহময়ী স্বর্গীয় সুখের রাজ্য,সেখানে শুধু তুমি আর আমি গহীন মনের এক অনাবিল আনন্দের সাক্ষী।

…………………..........

# বিবর্ণ_ভালোবাসা 

কলমে - #শৈলেন_মন্ডল 

তারিখ - ১২/০৯/২০২০


অভিমান গুলো ফিকে হয়ে আসে আজকাল 

সুখের অনুভুতিরাও আর 

ভিড় করে না মনের ভেতর, 


আজ উঁকি ঝুঁকি মারে না স্বপ্নেরা 

জলছবির রঙগুলো হয়ে যায় বিবর্ণ l


ক্যানভাসে আর ঝলসে ওঠে না তোমার 

সেই আগের দিনগুলোর প্রিয় ছবিগুলো, 


মনেতে আর সেভাবে তোমার নিত্য আনাগোনাও নেই বললেই চলে প্রতি মুহূর্তে, 


হাজার তারার মাঝে আমার সেই সন্ধ্যাতারাও 

আর দেখতে পাই না আর l


তবে বারে বারে চেয়ে থাকি আর খুঁজতে থাকি 

আমার উদার মন নিয়ে অপলক চাহনিতে, 

তবুও মন ছুটে চলে বার বার শুধু তোমার দিকে 

নিজেকে প্রশ্ন করি কোনো উত্তর মেলে না যে? 

কতদিন হোলো আয়নার সামনে গিয়ে 

নিজের মুখটাও ভালোকরে দেখা হয়ে ওঠেনি, 


সলজ্জ্ব নয়নে অসম্ভব যন্ত্রনা অনুভব করি

এখনো মনে পড়লে বুকের বামদিকে কেমন যেন 

চিনচিনে ব্যাথা অনুভূত হয় আজও l


দিনের শেষে রাত নেমে আসে কিন্তু 

রাতের সেই নীরবতা এখনও, 

তীরবেঁধা পাখির ডানা ঝাপ্টানোর কষ্টের মতো 

ফিরে ফিরে এসে পড়ে বুকের ভেতর, 

শুরু হয় মনের গহীনে তীব্র জেহাদি রক্তক্ষরণ l


তুমি কি সেই যে একদিন অঙ্গীকার করেছিলো 

সারাজীবন কাছে ও পাশে থাকার, 

নিজের জীবন বিপন্ন করেও আগলে রাখার 

অথচ দেখো তুমিই প্রথম আমার ভালোবাসার, 


উঠোনে চাঁদ হয়ে এসে প্রেমের জোছনায় 

ভরিয়ে দিয়েছিলে শান্ত স্নিগ্ধ নির্মলতা দিয়ে l


আজ নিজের কাছে নিজেও ভীষন লজ্জিত, 

আমি সেই মানুষ..... 

যাকে তুমি একদিন ভালোবেসেছিলে l