Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক শৈলেন মন্ডলের কবিতা গুচ্ছ

#শ্রাবণ_শুধু_তোমার_কথাই_ভাবে✍ শৈলেন মন্ডল১৮/০৮/২০২০
শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে 
দহন জ্বালায় পুড়বে যদিশীতল করেই যাবেশ্রাবণ জানে মনের কথাব্যাথার কথাও আছেকেন দুঃখ ঢেকে মুখটা লুকাওসুখটা তো নয় যায় মুছে।
শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে
ভালবেস…

 



#শ্রাবণ_শুধু_তোমার_কথাই_ভাবে

✍ শৈলেন মন্ডল

১৮/০৮/২০২০


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে 


দহন জ্বালায় পুড়বে যদি

শীতল করেই যাবে

শ্রাবণ জানে মনের কথা

ব্যাথার কথাও আছে

কেন দুঃখ ঢেকে মুখটা লুকাও

সুখটা তো নয় যায় মুছে।


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে


ভালবেসে ডাকলে কাছে

ঠিক সময়ে আসবে নিজে

বৃথাই মরো হায় হুতাশে

স্বপ্নসুখের সাম্পান ভাসে

ধৈর্য্য রেখো আর কিছক্ষণ

আবাহনে মধুর লগন।


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে 


ছোঁয়াচ নিতে ভালবাসার

আলিঙ্গনের ইচ্ছা অপার

বৃষ্টি ভেজা অমলতাসে

সুখের স্বপ্ন ঐ যে ভাসে

শ্রাবণ মেঘের হাতছানিতে

প্রেমের পরশ নিয়ে আসে।


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে 


আলিঙ্গনের ঐ আকিঞ্চনে

মিলবো মোরা আজ দুজনে

বৃষ্টি ছোঁয়া পরশ দিয়ে

দেবো তোমার পরশ দিয়ে

দেবো তোমার মন ভিজিয়ে

ঠোঁটটা দেবো ঠোঁটেই ছুঁয়ে

জ্বলবে তুমি উত্তাপ নিয়ে।


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে 

কোথায় যেন মন হারিয়ে

আসবো আমি বৃষ্টি নিয়ে

সুখের আবেশে মত্ত হয়ে

যাবো সুখের পরশ দিয়ে

ভালবাসায় আসবে শীতল

রইবে গোপন মনের অতল।


শ্রাবণ শুধু তোমার কথাই ভাবে।

************************

#নির্জনতার_হাতছানি

✍ শৈলেন মন্ডল

২৮/০৮/২০২০


সুগভীর নির্জনতায় পাহাড়গুলো খুব কাছে টানে। বহুবার আমি ঐ নির্জনতায় সামিল হয়েছি।


আকাশ ছোঁয়ার সফলতা পেতে অনেকবার দিগন্তরেখা ছুঁতে চেয়েছি আমি।একলা নিরুদ্দেশে বারে বারে আমি মেঘ হয়ে ভাসতে চেয়েছি। 


কখনও বা আকাশের রঙে ছবি আঁকতে চেয়েছি নিজেকে হারিয়ে বারে বারে। 


মন শুধু ভেসে বেড়ায় দূর হতে বহু দূরে। স্বপ্নেরাও কালের গতি মানতে চায় না আর। তারও ডানা মেলেছে দূরে ঐ নীল সীমানায়।


সময়ের ব্যবধানে মন এঁকেছে নানান রঙে ছবি মনের গহীনে। 


বেহাগী সুরে মন গেয়ে ওঠে গান গুনগুনিয়ে নিজের অজান্তে। মনে ভেসে ওঠে সব সময় তোমারই সেই ভুবন ভোলানো হাসি মুখটা। 


এখনও আমি আর আমার ছায়া স্হির বিন্দুতে বিলম্বিত লয়ে অবস্হান করছি।


মনের স্হিরতা কবেই গেছে হারিয়ে,মাঝে মাঝে চোখ দিয়ে বয়ে যায় বিচ্ছিন্নতায় ভরা আবেদনময় জলের চোরা স্রোত। 


যে অস্হির মনটা একদিন অনেক স্বপ্ন দেখে আকাশে ভাসতে চেয়েছিল আজ সে কেমন স্হবির হয়ে গেছে।


থমকে গেছে আবেগ ভরা সুর মুর্চ্ছনা। হারিয়ে গেছে আবেগ স্বপ্ন কোন অজানা কাঙ্খিত কামনায়।


এখন শুধু তোমারই আসার অপেক্ষায় পথ চেয়ে আর দুচোখে ভাসে তোমারই প্রতিচ্ছবি।

*****************************

 শিরোনাম- #ধূসর_বালুকা_বেলা 

কলমে- শৈলেন মন্ডল

তারিখ- ০৬/০৯/২০২০


রাতের নিরবতা অনেক কথা বলে যায়, 

হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না!


ধূসর বর্ণের স্মৃতির পাতাগুলো মলিন হয়ে অাজও সজাগ দৃষ্টিতে উদাসপানে তাকিয়ে থাকে,


সেও তোমার আমার অাকাঙ্খিত মিলনের সাক্ষী হতে চায়।


তোমায় এতো ভালোবেসে তবুও আরও বেশী ভালোবাসার স্বাদটা হয়তো অধরাই থেকে যাবে,


কতো স্বাদ জাগিয়েছিলে মনে নিবিড় প্রেমে আবিষ্ট হয়ে মিশবে আমার সাথে,


বলেছিলে ফাগুনের কোনো একদিনে চাঁদের জোছনা সারা গায়ে মাখবো দুজনে।


কতো আলাপ ও সংলাপ বিনিময় করবে,

কতো ফাগুনই তো এসেও চলে গেলো আবারও আসবে,


তোমার সাথে দেখা হওয়ার বাসনা বুঝি এইভাবেই নিরুদ্দেশ হয়ে যাবে।


বলেছিলে শীতের শীতলতম দিনে উষ্ণতা মাখতে আমায় বাহুডোরে আবদ্ধ করবে, ভালোবাসার চাদর জড়িয়ে দেবে।


ভোরের বেলায় শিশির ভেজা ঘাসের ওপর হাতে হাত ধরে চলারও আশ্বাসও হারিয়ে গেছে আজও।


তবুও দেখো আমি সেই অপেক্ষায় আজও কেমন উদাস হয়ে বসে আছি শুধু তোমারই জন্য প্রিয়!


তোমায় এতো ভালোবেসেও হয়তো তোমার মনে প্রেম জাগাতে পারিনা,


এটা হয়তো তোমার প্রতি চরম দুর্বলতা না ভালোবাসার আনুগত্য সেটাও তো বুঝিনা।


হয়তো ভালোবাসার ঘ্রাণ নেওয়া আর কোনোদিন হবে না তবুও আমি, আজীবন তোমাকেই ভালোবেসে ভালোবেসে যাবো।


হয়তো বা আমাদের প্রেমগাথা উপন্যাসের ধূসর পাতায় গল্প হয়ে আজীবন মলিনতায় ঢেকে যাবে।