#হার_মানা_হার✍ শৈলেন মন্ডল০২.০৭.২০২০
মৃত্যুর কাছে হার মানতে চাই তবুও তোমায় আমি হারাতে চাইনি।
তোমার অবেলার কতো অভিমান জমা হয় বুকে শুধু অপেক্ষা নামক মুহুর্ত যাপনে।
তোমার কালবিলম্বে সম্পর্কের চাদরখানি যেন আরও বেশী করে জাপটে ধরি তোমায় হ…
#হার_মানা_হার
✍ শৈলেন মন্ডল
০২.০৭.২০২০
মৃত্যুর কাছে হার মানতে চাই তবুও তোমায় আমি হারাতে চাইনি।
তোমার অবেলার কতো অভিমান জমা হয় বুকে শুধু অপেক্ষা নামক মুহুর্ত যাপনে।
তোমার কালবিলম্বে সম্পর্কের চাদরখানি যেন আরও বেশী করে জাপটে ধরি তোমায় হারাবার ভয়ে।
কত শত বাক্যবাণের ফলা দিয়ে এঁকে দাও হৃদয় বিদীর্ণতার রক্তিম ললাট লিখন।
ছিন্ন করে দাও শত আশায় গড়ে তোলা প্রেমের মাস্তুল।
কিন্তু কিছুতেই বিমুখ করতে পারোনি ভালবাসাকে মন থেকে প্রতিহত করতে।
সেই আবার আসতেই হয় আমার উঠোনে ভালবাসার সাতরঙা আল্পনার আলতো ছোঁয়ায় আঁকতে।
তোমার আসার সময় হলে আজও শুনতে পাই নূপুরের রিনিঝিনি শব্দ।
আর অনুভূতিগুলো আবারও জেগে ওঠে হৃদিপদ্মে এবং লালিমালিপ্ত হয় মদীয় আবেশে।
তোমার ভালবাসার অখন্ডতায় পৃথিবীতে এক নৈসর্গিক রূপ ফিরে ফিরে আসে।
..….............................
: #অভিমানী_স্বপ্ন
কলমে- শৈলেন মন্ডল
২৬.০৬.২০২০
মেয়েটির মনে অনেক ছিল স্বপ্ন বুকে ছিল অনেক ছলাত্ছল ঢেউ
অনেক চাপা অভিমান জমিয়ে রেখে মনটাকে হয়তো ধূপের মতো পুড়িয়েছিল কেউ।
মনের গহীনে চাপা রাগে ফেটে যায় ছাই চাপা আগুনের মতো
বঞ্চিত বুকে সঞ্চিত অভিমানের দাগ অমলিন হয়ে যায় কত শত।
কাপুরুষ তুমি দিয়ে গেলে আঘাতের দাগ করে নকল ভালবাসার ক্ষত
সরল বিশ্বাসী মেয়েটি রেখেছে আজও পরম ভালবাসা যত।
আজও দেখা নাই সেই প্রেমিকের যার প্রেমে বিহ্বল
মনের যত্ন করেনি কোনোদিন হয়েছিল অভিনয়ে পাগল।
অনুভূতিরা আজ বিস্মৃতি হয়েছে হৃদয়ে এসেছে রক্তক্ষরণ
তবুও মেয়েটি অপেক্ষায় আজীবন চায় সে অন্তিম সহমরণ।
....................................
..#উদাসী_মন
✍শৈলেন মন্ডল
২৪.০৬.২০২০
তুমি একবার না হয় উদাসী মেঘ হয়েই এসো।
গুরু গম্ভীর শব্দে আমায় জানান দিও তোমার আগমণের চিহ্নটুকু।
মনে অভিমানী মেঘটাকে না হয় সামিল করে তোমার মনের সাথেই সন্ধি করবো।
তুমি একবার না হয় শ্রাবনী মেঘবৃষ্টি হয়েই এসো।
তোমার বৃষ্টি ধারার সাথে না হয় অশ্রু বারিধারা গুলো ধুইয়ে নেবো।
যাতে অভিমানী দুরাশার কষ্টগুলো মুছে গিয়ে মন থেকে দুঃখের আঁচল সরে যায়।
তুমি একবার না হয় রূপালী চাঁদের জোছনা হয়ে এসো।
তুমি একবার না হয় নদীর মোহনা হয়েই এসো।
অহীনকুল প্রেমের স্রোতে ভাসতে ভাসতে মাঝদরিয়া হয়ে
তোমার জোছনায় নিজেকে ভিজিয়ে নিয়ে স্নিগ্ধ পরশে সারা শরীর জোছনা আভরনে নির্লিপ্ত হতে পারি।
তুমি একবার না হয় নদীর মোহনা হয়েই এসো।
অহীনকুল প্রেমের স্রোতে ভাসতে ভাসতে মাঝদরিয়া হয়ে তোমাতেই মিশে যাবো।
তুমি যেভাবেই আসতে চাও এসো।
আমি না হয় তোমার অতল অবয়বে হারিয়ে গিয়ে একমুঠো ভালবাসা ভিক্ষে চেয়ে নেবো।
তুমি যত্ন করে ভালবাসার পরশখানি উজাড় করে দিও।
®©
.............
#অসমাপ্ত_কিছু
কলমে-শৈলেন মন্ডল
২২.০৬.২০২০
কিছু আশা অমলিন রয়ে যায় অব্যক্ত হৃদয়ে।
কিছু স্মৃতিরাও বিস্মৃতির বেদনায় কালের গহ্বরে বিলীন হয়ে যায়।
কিছু কথা গহীন মনের অন্তরালেই বাসা বাঁধে।
কিছু ব্যাথা গোপনেই প্রহর গোনে হৃদয়ক্ষরণের রক্ত ভেজা জলে।
কিছু অভিমান কোনো কালেই দাম পায় না গোপন অভিসারে।
কিছু প্রেমালাপ অচিরেই বিলীন হয় আত্মনির্ভরতার ভয়ে।
কিছু ভালবাসা আজও কাঁদায় মিথ্যে অজুহাত আর প্রয়োজন ফুরিয়ে গেলে।
কিছু প্রিয়জন আজও প্রয়োজন হয়ে যায় স্বার্থসিদ্ধির যাঁতাকলে।
কিছু অজুহাত আজও আসে অবসাদের গ্লানি বহন করতে।
কিছু মন পাবে না জেনেও আরও বেশী মনের কোনে ভাসে।
কিছু হাসি কান্না আজও বুকের গভীর গোপন ক্ষত টেনে আনে।
কিছু সুখদুঃখ আজও যন্ত্রনা টেনে আনে আর চোখের জলে ভেজে।
কিছু প্রেম পূর্ণতা পেয়েও হারিয়ে যায় নিরভিমান অবিশ্বাসে।