Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

১৭/০৯/২০২০
মেঘের ভেলা রঙের খেলা  - অমিতাভ মীর 
মেঘের ভেলা রঙের খেলা আকাশ জুড়ে ভাসে,শারদ শোভা কাশের বনে ঝিলমিলিয়ে হাসে।ফেনিল সাদা নীলাভ বুকে কৃষ্ণ মেঘ দোলে,স্বপনে দেখা মুখটি তার চোখের কোণে ঝোলে।
শারদ মায়া ফেলেছে ছায়া নদীর ভরা বুকে, ক…

 


১৭/০৯/২০২০


মেঘের ভেলা রঙের খেলা

  - অমিতাভ মীর 


মেঘের ভেলা রঙের খেলা আকাশ জুড়ে ভাসে,

শারদ শোভা কাশের বনে ঝিলমিলিয়ে হাসে।

ফেনিল সাদা নীলাভ বুকে কৃষ্ণ মেঘ দোলে,

স্বপনে দেখা মুখটি তার চোখের কোণে ঝোলে।


শারদ মায়া ফেলেছে ছায়া নদীর ভরা বুকে, 

কাশের বনে তুষার যেন জড়িয়ে আছে সুখে।

শরৎ মানে কাশের ফুল মন জুড়ানো ছবি,

দোলনচাঁপা শিউলি মালা কে কার আজ হবি!


ছাতিম ফুলে মধু সুবাস বাতাস বয়ে আনে,

মেঘের ভেলা রঙের খেলা মনকে কাছে টানে।

শরৎ এলে বাঁধন ছিঁড়ে মন হারাতে চায়,

মনের মাঝে মোহন বাঁশি ডাকছে বনে আয়।


মায়ার বশে অসীম পানে ইচ্ছেঘুড়ি ওড়ে,

সেই ঠিকানা কোন অজানা কোন পথের মোড়ে।

কাশের বনে গোধূলি ক্ষণে আবীরে মাখামাখি, 

ফিরছে ঘরে পথিক জনে ফিরছে নীড়ে পাখি।


আমি তখন উদাস মনে ঘুরছি বনে বনে,

স্বপ্নে দেখা সেই মায়াবী ডাকে শারদ ক্ষণে।

কোন বনেতে লুকিয়ে থেকে ইশারা দিয়ে ডাকে,

খুঁজছি তাকে সকাল সাঁঝে বনপথের বাঁকে। 

★★★★★★★

©অমিতাভ মীর

চুয়াডাঙ্গা, বাংলাদেশ। 

২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ 

১৭ সেপ্টেম্বর ২০২০ খৃষ্টাব্দ।