: শিরোনাম - চেতনাঙ্ককলমে - সঙ্গীতা ধাড়া২৬/৮/২০চেতনার কতটা গভীরে তোমার বাস ?পরিমাপের মাত্রাটা গাঢ় নীলে ডুবেকার্যতঃ মার্জিনে লাল অশনি সংকেত আঙুল ধুয়ে চলে পঙক্তির বুকে ।।
আমরা ও মানুষ কবি !!ভোজালির ক্ষুরধারে লেখনীতে রক্তক্ষরণকত জ…
: শিরোনাম - চেতনাঙ্ক
কলমে - সঙ্গীতা ধাড়া
২৬/৮/২০
চেতনার কতটা গভীরে তোমার বাস ?
পরিমাপের মাত্রাটা গাঢ় নীলে ডুবে
কার্যতঃ মার্জিনে লাল অশনি সংকেত
আঙুল ধুয়ে চলে পঙক্তির বুকে ।।
আমরা ও মানুষ কবি !!
ভোজালির ক্ষুরধারে লেখনীতে রক্তক্ষরণ
কত জ্বালাবে লালবাতি ?
বেওয়ারিশ ভুলের কত দেবে প্রমোশন ??
চিবুক ছুঁয়ে যাওয়া অক্টোপাস যত
সংগোপনে মৃত্যু রেখায় দাঁড়িয়ে শ্লোগানে
অভিমানের পারদ ছুঁয়ে ছিল দেহে
শব্দ কাঠামোতে দিলাম ঠেলে সমাধিতে ।
চুক্তিপত্রে আজ একাকীত্ব আমার আমিতে
মানবতার ঘরে অনুভূতিতে গভীর নিম্নচাপ
শব্দমালায় প্রহেলিকা যত ধোঁয়াশায় ঢাকো
হার্দিক চেতনাঙ্ক হল কবি মননের পরিমাপ ।
*************************
: শিরোনাম-রাতের সূর্য
সঙ্গীতা ধাড়া
১৯/৮/২০
"একবার বিদায় দে মা ঘুরে আসি "—
সদ্য কৈশোরে এই গানে অবাক হত মা !
সোনার খাঁচায় বেড়ে ওঠা সুখপাখিটা ,
সীমান্তের ওই কাঁটাতারে জড়িয়ে ধরে তার স্বপ্ন ,
যত্নে লালিত চারাগাছটি বৃক্ষ রূপে
শাখাপ্রশাখায় ডাক দেয় স্বাধীনতার ।
ছেলেবেলার ক্যানভাসে মায়ের আঁচলের ছায়ে,
বুকের ভাঁজে ভাঁজে রোপণ করেছিল শতেক স্বপ্ন ,
মহিরূহের শাখাপ্রশাখায় তখন বাসা বেঁধেছে
নেতাজি , খুঁদিরাম , প্রফুল্ল চাকী ।
আশাহত মায়ের রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলে শীতল রক্ত স্রোত ।
সন্তানের দেশ ভক্তির কাছে নতজানু মা
স্নেহের চুম্বন কপালে আঁকি ,খুলে ফেলি আঁচলের গিঁট ।
কন্টক বিছানো রাস্তা ধরে দৃঢ়চেতা সূর্য ওঠে কাঁটাতারে ,
ঝড়-জঞ্ঝা-তুষারে গাঢ় নীল রাতে
জননী ছাড়ি , মাতৃভূমি পাশে রাতের সূর্য ওরা ।
প্রিয়া তার অদূরে মেলে আঁখি —
ফিরবে কবে !!!
চোখের জলে ক্ষণিকের বিহ্বলতা ,মুচড়ে ওঠে সৈনিকের বুক,
সম্বিৎ ফিরে প্রিয়া রবে - "জয় হিন্দ"
প্রখর কিরণে সূর্য হয় উদ্ভাসিত ।
জীবনের নব সূচনায় মনেতে বসন্ত জাগরণ
হৃদয় মাঝারে সূর্য প্রভায় পলাশের বন ।
অকস্মাৎ .....................................
গোধূলির ম্লান আলোয় স্বপ্ন আটকে গেল কাঁটাতারে ,
ভোরের সূর্য হল গত পশ্চিম দিগন্তে ,
বসন্ত ক্যানভাসে প্রজ্জ্বলিত ওই তিরঙ্গা ।
সদ্য ফোটা কুঁড়ি টা আজ বিসর্জনে !
হৃদয় লড়ছে আজ হৃদয়ের সাথে ।।
*******************************
: শিরোনাম - ভোরাই সুর
সঙ্গীতা ধাড়া
২২/৭/২০
শ্রাবণ ধারায় স্নাত ভোরের আকাশ
হিমেল পরশে ভাঙে ঘুম রজনীগন্ধার
আজান সুর মাখে চোখের পলক
পূবালির ওমে মুখর চৌতিশা সম্ভার ।
মাটির স্পর্শে ভোরাই , চাঁদ নামে জলে
কলমিলতার গলে শোন মাঠিয়ান
রক্তিম রাগে হাসে প্রভাত মঞ্জরী
বাসর ঘুমেতে নিশি কাব্যের শামিয়ান।
কলন্দরের সুর দোলে দোতারার তানে
ভোরের দোয়েল লাজে রাত ভেজা সুরে
সীমাহীন উষ্ণতা ছোঁয় ভোরের বাতাস
আগমনীর সুর শোন বাজায় দূরে ।
স্তব্ধ নদীর বুকে ফেনিল জোয়ার
নিভিল বাতি যত জেলে নৌকার
কুয়াশার চাদরে মোড়া প্রাতের ছবি
ধানের শীষে দোলে নতুন রবি ।
স্নিগ্ধ আলোয় মাতে অলি মধুপবনে
জলফড়িং-এর ডানায় ভোরের ছবি
নীল দিগন্তে ঐ আবির চুম্বনে
নতুন সূর্য আঁকে রাত জেগে কবি ।