Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার লেখনি সম্মাননা

------------//গুঁড়ো গুঁড়ো মেঘ //-----------
হারিয়েই ফেলেছি সৌম‍্য অতীত।মনে নেই, কারা কারা ছিল হীরক খচিত।
হারিয়ে ফেলছি সুবর্ণা বর্তমান সদ‍্য যে প্রস্ফূটিত।হাতছেড়ে চলে যাচ্ছে...ঐঐ কুয়াশায় ঢাকা বিন্দুপুঞ্জটুকরো টুকরো হয়ে যাচ্ছে সবগুঁড়…

 


------------//গুঁড়ো গুঁড়ো মেঘ //-----------


হারিয়েই ফেলেছি সৌম‍্য অতীত।

মনে নেই, কারা কারা ছিল হীরক খচিত।


হারিয়ে ফেলছি সুবর্ণা বর্তমান 

সদ‍্য যে প্রস্ফূটিত।

হাতছেড়ে চলে যাচ্ছে...ঐ

ঐ কুয়াশায় ঢাকা বিন্দুপুঞ্জ

টুকরো টুকরো হয়ে যাচ্ছে সব

গুঁড়ো গুঁড়ো মেঘ ঝরছে

ছাতিম গাছের পাতাগুলোর গায়ে।

শব্দহীন চারপাশ,স্তব্ধপ্রকৃতি--

এক সাথে মাথায় পরেছে সাদা শিরস্ত্রাণ।

আমার শহর, মনখারাপের গভীরে কোমায়।


সুখ-বিষাদ-বিড়ম্বনা-ভাবনা-বিলাস 

এখন,এই মূহুর্তে সবাই স্কন্ধকাটা প্রমা।


________// মণীন্দ্রনাথ বাগ //___প্রবাসে____//