Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুঠির সাহিত্য পত্রিকার সাপ্তাহিক সেরা লেখনি সম্মাননা কবিতা-কুঠির-সাহিত্য-পত্রিকা-সাচারিক-যেমন-লেখনি-সম্মাননা

শিরোনাম :- ভয়াবহতা না  আশা
নবাগত নন্দকুমার২১/০৯/২০২০
কচিপাতার লুকোচুরি বিকাল জুড়ে। পাখি উড়ে চলে অচেনা গন্তব্যে। কারখানার সাইরেন মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। হাত বাড়িয়ে বলছে -"অন্ন নেই, অন্ন দাও।" 
প্রবল শান্তি আজ আস্তা…

 


শিরোনাম :- ভয়াবহতা না  আশা


নবাগত নন্দকুমার

২১/০৯/২০২০


কচিপাতার লুকোচুরি বিকাল জুড়ে। পাখি উড়ে চলে অচেনা গন্তব্যে। কারখানার সাইরেন মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। হাত বাড়িয়ে বলছে -

"অন্ন নেই, অন্ন দাও।" 


প্রবল শান্তি আজ আস্তাকুঁড়ে। ঘর শূন্য, ভিটে শূন্য।চিঠি আসে হাসপাতালে, এখন তো এটাই স্থায়ী ঠিকানা। 

হতোদ্যম জীবন অধিকার করেছে শুধু শূন্যতা আর শূন্যতা।

নিশ্ছিদ্র ঘরে একাকীত্ব আজ বাসববিজয়ী বীর -

নতুন অস্ত্রে সাজিয়েছে নিজেকে। 


ভয়ঙ্কর দিবসের অবসান ঘটে।

শিয়াল রাতে আনন্দিত হয়ে ডেকে ওঠে।।

মানুষ সিঁধোয় ঘরে রিক্ত হাতে।

স্বপ্নের টাইটানিক ডুবতে থাকে।।

তবুও বাঁশীওয়ালা বাঁশী বাজায় নিজের খেয়ালে। আসবে কি সেই রঙিন বসন্ত শাল-পিয়ালে??


🙏🙏🙏