Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুঠির-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম--মধ্যবিত্তের কপালে ভাঁজ!কলমে--অরূপ কুমার দাশতারিখ--২১.০৯.২০২০-----------------------------------------------------------------মধ্যবিত্তের কপালে ভাঁজ, করোনা পরিস্থিতিতে!কখনো আবার নাভিশ্বাস, দ্রব্যমূল্যের বৃদ্ধিতে!
মূল্যবৃদ্…

 


শিরোনাম--মধ্যবিত্তের কপালে ভাঁজ!

কলমে--অরূপ কুমার দাশ

তারিখ--২১.০৯.২০২০

-----------------------------------------------------------------

মধ্যবিত্তের কপালে ভাঁজ, করোনা পরিস্থিতিতে!

কখনো আবার নাভিশ্বাস, দ্রব্যমূল্যের বৃদ্ধিতে!


মূল্যবৃদ্ধির এই জাঁতাকলে, বাঁচা এখন দায়!

কান পাতলে চারিদিকে, শুনবে হায় হায়!


রোজ রোজ বাড়ছে দেখি, জিনিসপত্রের দাম!

দু'পয়সা রোজগার করতে, ছুটছে কালঘাম!


দ্রব্যমূল্য এখন দেখি, ধরা-ছোঁয়ার বাইরে!

চোখের জল ফেলা ছাড়া,আর কিছু তো নাইরে!


দাম শুনে লাগে ছ্যাঁকা, বুকে লাগে ঝটকা!

পরিমাণটা কমিয়ে দেয়, বুঝে নিয়ে খটকা!


ভাবে যদি মাছ খাবে, একটু ভালো একদিন,

দিনে দিনে দাম বাড়ে, অধরা থাকে সেদিন!


আশায় আশায় বুক বাঁধি, আসবে কবে সুদিন!

সুখে থাকবে মধ্যবিত্ত, পালিয়ে যাবে দুর্দিন!

--------------------------------@-----------------------------