🛑 উষ্ণতার কবর 🛑
(অন্য গল্প)
● গ্রেবেট হাতটা ধরো, আমি দূর্বল। দাঁড়াতে পারছিনা।
■ আমি মৃত মানুষকে টাচ করিনা, হাত ধরে টেনে তোলা তো দূরের কথা।
● এটা কেমন আচরণ গ্রেবেট? এই বরফ শীতে উষ্ণতা দিতে গিয়েই তো কিছুক্ষণ আগে আমি মারা গ…
🛑 উষ্ণতার কবর 🛑
(অন্য গল্প)
● গ্রেবেট হাতটা ধরো, আমি দূর্বল। দাঁড়াতে পারছিনা।
■ আমি মৃত মানুষকে টাচ করিনা, হাত ধরে টেনে তোলা তো দূরের কথা।
● এটা কেমন আচরণ গ্রেবেট? এই বরফ শীতে উষ্ণতা দিতে গিয়েই তো কিছুক্ষণ আগে আমি মারা গেছি।
■ স্লেজ আসছে। আমি চলে যাব। যাবার আগে তোমাকে একটা কথা বলি, তুমি বেঁচে থাকলে আমিও তোমাকে এ অবস্থায় উষ্ণতা দেবার চেষ্টা করতাম। সো সরি, তুমি এখন মৃত। একজন মৃত মানুষের কোন মূল্য নেই আমার কাছে। তোমাকে এই নির্জন আইস এরিয়াতেই রেখে চলে যেতে হচ্ছে।
● "গ্রেবেট, এতো গুলো বছর একসাথে ছিলাম। এখানেও তোমার খুশির জন্যই অনেক টাকা খরচ করে বেড়াতে নিয়ে এসেছিলাম। এখানে এসে প্রচণ্ড শীতে তোমাকে উষ্ণতা দিতে গিয়েই মরেছি বলে তুমি আমাকে এভাবে ফেলে রেখে চলে যাবে? একটা কবর'ও কি পাবোনা আমি?
গ্রেবেট? গ্রেবেট....?"
- গ্রেবেট হঠাৎ ছুটে আসা একটা স্লেজে ততক্ষণে উঠে পড়েছে। সে চলে যাচ্ছে জনবসতির দিকে,দূরে......। একটা খুব পরিচিত মৃতদেহ পিছনে ফেলে। যে দেহটা জীবিত থাকতে "গ্রেবেট" নামের মেয়েটির জন্য অনেক কিছু করেছে।
[স্লেজ= বরফের উপর চলার উপযোগী এক ধরনের বাহন।]
➧𝓻𝓲𝓽𝓸𝓷 𝓶𝓸𝓼𝓽𝓸𝓯𝓪
shabdonagor. com