Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুঠির-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা -- ধূসর বেলাকলমে - শ্যামল ব্যানার্জী ২৫/৯৯/২০২০
মনে করো,এক উদাসী দুপুর দিলাম তোমায়।এক মেঘলা দুপুর, বৈশাখী ঝড় অবেলায়,এলোমেলো বৃষ্টি, ভেজায় শরীর তোমারশালিক ডানায়।তোমার ধূসর চোখের তারায় আবছা কাউকে খোঁজা, বিষণ্ণ মন কেঁদে যায়পূবা…

 


কবিতা -- ধূসর বেলা

কলমে - শ্যামল ব্যানার্জী 

২৫/৯৯/২০২০


মনে করো,এক উদাসী দুপুর দিলাম তোমায়।

এক মেঘলা দুপুর, বৈশাখী ঝড় অবেলায়,

এলোমেলো বৃষ্টি, 

ভেজায় শরীর তোমার

শালিক ডানায়।

তোমার ধূসর চোখের তারায় 

আবছা কাউকে খোঁজা, 

বিষণ্ণ মন কেঁদে যায়

পূবালী হাওয়ায়,  মন না বোঝা,

কানাগলির অন্ধকারে হাতড়ে বেড়ায়

প্রেমিকের ভালোবাসা, অসমাপ্ত গল্প কথায়।

আজ এক মন খারাপের দিন দিচ্ছি তোমায়,

বসে আছো জানি, জানালার ধারে

কেউ নেই কাছে, তুমি শুধু একলা একা।

বুঝি আজ এমন দিনে, 

আনমনে ভাবছো বসে আমার কথা,

আনমনা তুমি

আজ এক মেঘলা  আকাশ দিলাম তোমায়।

তোমার একলা মনের জানলায়

নীড় হারা পাখি, দেখো নাই তারে,

আজ বুঝি তার কথা খুব মনে প'ড়ে।

একলা তুমি, -

পেয়েছো এক বিরহী দুপুর শব্দহীন পদচারণায়,

লিরিক গুমরে মরে  বিষণ্ণতায়,

একলা দুপুর--

বুকের ভেতর তোলপাড়, 

মনে করো -

এক উদাসী আবছা মেঘলা  বে'লা দিলাম তোমায়।।