ভিন্ন রামধনু
মৃত্যুঞ্জয় সরকার
২৪/০৯/২০
পূর্ণিমা অমবস্যা নতুন ধারাপাত লিখে আমি যন্ত্রনায় ছটপট করি জোয়ারের প্রতিক্ষায় নিভন্ত চিতায় বর্ণমালার হা হুতাশ চোখের জলে মহাকাব্যিক ঠোঁটে শুন্য ক্যানভাস..
সৃষ্টি করতে গিয়ে রাবণ ক্রোধে বন্দী হয়েছ…
ভিন্ন রামধনু
মৃত্যুঞ্জয় সরকার
২৪/০৯/২০
পূর্ণিমা অমবস্যা নতুন ধারাপাত লিখে
আমি যন্ত্রনায় ছটপট করি জোয়ারের প্রতিক্ষায়
নিভন্ত চিতায় বর্ণমালার হা হুতাশ
চোখের জলে মহাকাব্যিক ঠোঁটে শুন্য ক্যানভাস..
সৃষ্টি করতে গিয়ে রাবণ ক্রোধে বন্দী হয়েছি
অপবিত্র ঠোঁটে হয়েছে প্রেমের নির্বাসন
লজ্জ্বা ঘৃণায় অবিশ্বাসী মনে শুচিতা বিসর্জন হয়
অগ্নি বিমূখ হয়ে উন্মোচিত হয় পাতাল পুরী..
আমি তো শস্য শ্যামলাময়ী হলাহল প্রাণ
এঁকেছি বলি রেখা প্রমোদ বৃন্দাবন
অদৃশ্য বন্ধনে বিভাজিত হয়েছি কুশ মোহে
মাতৃত্বের উষ্ণ চুম্বনে লব কুশে সনাতনী ধ্যান..
আমি যুগান্তরের অভিশাপ মরমী বেদন
আমি প্রশ্ন চিহ্নে উর্মিলার অভিমানী কাব্য বিলাপ
আমিই উপেক্ষিতা সন্মান রোষানলে প্রেমের বহ্নি দাবে
ব্যথিত হৃদয় হোমাগ্নি রচে মৌন সন্তরণে...
নান্দুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ