Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনি-সম্মাননা

#বিষয়.       : #কবিতা#শিরোনাম  : #অসমাপ্ত_ছবি#কলমে       : #অমিতাভ#তারিখ       : ১৪/০৯/২০২০*****************************রং করি আর রং মুছি !বার বার মুছে আবার নতুন রং খুজিকিছুতেই আকাশ,নদী আর অরন্যের রং খুজে পাই না!কলিংবেলের ঘন্টা ব…

 


#বিষয়.       : #কবিতা

#শিরোনাম  : #অসমাপ্ত_ছবি

#কলমে       : #অমিতাভ

#তারিখ       : ১৪/০৯/২০২০

*****************************

রং করি আর রং মুছি !

বার বার মুছে আবার নতুন রং খুজি

কিছুতেই আকাশ,নদী আর অরন্যের 

রং খুজে পাই না!

কলিংবেলের ঘন্টা বাজে ক্রিং ক্রিং,

দরজা,জানালা সব খুলে দেই

তুমি এলে, চোখে টেলিভিসন নিয়ে!


রং করি আর রং মুছি!

কোন জন্ম জান্মান্তরের স্মৃতি নিয়ে

দৃশ্যের পর দৃশ্য...

সাদার উপরে কালো আর

কালোর উপরে সাদা!

অনাবৃত গৃহস্থলির প্রান্তর শেষে

মায়াবি জাহাজ ওড়ায় তার নিশান!

তুমি এলে, আঙ্গুলে মেহেন্দী রঙ নিয়ে

নীল কমল ফোটাবে বলে!


রং করি আর রং মুছি

নির্বাক দৃশ্যাবলী নিয়ে

তৃষ্ণার্ত আমি, শুষ্ক ঝিলের ধারে

বসে থাকি তোমার আশায় !

এই মাত্র তুমি এলে শূন্য হাতে

পরে থাকল তুলি রং

আর অসমাপ্ত ছবি!

✍️অমিতাভ