আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের বৈঠক।
পূর্ব মেদিনীপুর জেলায় আলুর দাম বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন বিভিন্ন সময়ে খোলাবাজারে বা হিমঘরে হানা দিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে।…
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের বৈঠক।
পূর্ব মেদিনীপুর জেলায় আলুর দাম বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন বিভিন্ন সময়ে খোলাবাজারে বা হিমঘরে হানা দিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তারপরেও আলুর দাম না কমার কারণে বুধবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে আলুচাষী এবং আলু ব্যবসায়ীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক, কয়েকটি থানার পুলিশ আধিকারিক সহ আলু চাষী এবং আলু ব্যবসায়ীরা। জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার আলুর দাম সঠিক এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখার আবেদন জানান আলু চাষী এবং ব্যবসায়ীদের।
আলুচাষীদের দাম নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা জানান পূর্ব মেদিনীপুরের যে আলু খোলাবাজারে বিক্রি হয় তা হুগলি জেলা থেকে আসে। অন্য জেলা থেকে আলু আসার কারণে পরিবহন এর ওপরে বেশি খরচ পড়ার কারণে আলুর দাম বাড়ছে বলেই জানালেন আলু ব্যবসায়ীরা।