Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখিকা মৌসুমী মন্ডলের কবিতা গুচ্ছ

সবুজ মন
মৌসুমী মন্ডল
আমার নিভৃত কোনে যে উষ্ণতা গুলো ছটফট করে আমি তাকে সযতনে বাঁচিয়ে রাখি মনের মধ্যে৷বসন্তের হাতে সঁপেছি নিজেকে,চির যৌবনা থাকবো বলে৷আমারও পাতা শুকাবে একদিন সময়ের সাথে,তবুও অন্তরের গান গাওয়া পাখিটা থাকবে আমারই কাছে৷ভর…

 


সবুজ মন


মৌসুমী মন্ডল


আমার নিভৃত কোনে যে উষ্ণতা গুলো ছটফট করে আমি তাকে সযতনে বাঁচিয়ে রাখি মনের মধ্যে৷

বসন্তের হাতে সঁপেছি নিজেকে,

চির যৌবনা থাকবো বলে৷

আমারও পাতা শুকাবে একদিন সময়ের সাথে,

তবুও অন্তরের গান গাওয়া পাখিটা থাকবে আমারই কাছে৷

ভরবে সে চারি পাশটা বেঁচে থাকার গানে৷

ছড়াবে সে ফুলের মত গন্ধ,

অকালে পচন ধরেছে যে সব প্রাণে৷৷

.................................

 এখনো


মৌসুমী মন্ডল

25/06/2020


এখনো বিরহ আসে তার  ,      এখনো বেদনা আসে প্রাণে,

    এখনো মনে মনে সে কারে ভালবাসে  ৷

   এখনো ছল ,ছল চোখে প্রিয়া মধুর কথা ভাবে,

   এখনো মিলনের তরে ,

মনে আকাঙ্খা জাগে৷

 এখনো ছন্ন ছাড়া মন ,

     চাহে সৌন্দর্যের পানে৷

এখনো পুরোনো কথা মনে,

     দুঃখ বয়ে আনে৷


এখনো আশার আগুন 

    জ্বলে জীবনের গানে ৷

এখনো প্রিয় নারীর স্পর্শে,

    শরীরে শিহরণ তোলে৷

এখনো কামনার বীজ আছে,

     তোমার আমার মনে৷

এখনো অচেনাকে জানার তীব্র চেষ্টা চলে,

    এখনো মেকী ভালোবাসার 

         চটক, হৃদয় ঠিক বোঝে৷

এখনো প্রতিশোধ টানে হিংসাকে ,

    এখনো ভালবাসা খুশী করে

দুটি হৃদয়কে৷

এখনো প্রেম আসে ,

    বয়সের বাঁধন না মেনে ৷

এখনো জীবন সুন্দর হয়,

    কাছের মানুষ গুলোকে

সত্যি কারের কাছে পেলে৷৷

...............................................

: সময় এখন

 24/06/2020

মৌসুমী মন্ডল

চারি দিকে মৃত্যু ও শোকের ছায়া আর বিচ্ছেদ -ক্রন্দন,

বাড়ায় সবার মনে হতাশার স্পন্দন৷

দোষারোপের কারু-কার্যে ভরা আজ মানব জাতি,

জীবনে তার ঘনিয়ে এসেছে অশুভ কাল রাত্রি৷

অর্থ ,মান ,যশ অতি তুচ্ছ হয়েছে আজ,

মিথ্যে হয়েছে আজি জীবনের সকল সাজ৷

দুশ্চিন্তায় আজ অনিদ্রার জয়,

বুদ্ধিজীবীদের ঘটে আজ তাই চরম পরাজয়৷

শান্তির ঘুমে চুমায় ,ভীত কালো ছবি,

স্বপ্নের ডানায় ওড়ে আজ ,তাই ধূসর রবি৷

অদূরে বিপদ ও শঙ্কা,

বজায় আজ মৃত্যু ঘন্টা৷

বিচ্যুত ছন্দে, নিয়ম ভঙ্গের খেলায় আজ,

এত দিনের নিয়ম শৃঙ্খলা৷

আকাশ আজ সবুজ,ঘাসেরা নীল,

নষ্ট আজ তাই ,সবার সুখের নীড়৷

দূষণের রং বদল আনে ,জীবনের রং বদল৷

ভালবাসা ও প্রেমের খুনসুটি,

বিস্মৃতির গভীরে খায় লুটো পুটি৷

প্রকৃতি আজ নিচ্ছে শোধ,

তুষের আগুনে জমেছিল যে ক্রোধ৷

শূন্য আজ রাজপথ, শূন্য বিনোদন৷

শূন্য হয়েছ আজ প্রেমোন্মাদন৷

সুক্ষ অনুভূতি গুলো আজ আলস্য বিভোর,

তবুওতো এখনো আসে জীবনের ভোর৷

জানি আলোর স্নিগ্ধতায় আজ করাল গ্রাস,

একদিন নিশচয় পাবে সে হ্রাস৷

আমরা লড়ছি তাই সময়ের সাথে ,

একদিন আসবো আবার সবাই অনেক কাছে৷৷