পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আশ্রমের ভূমি পুজোর অনুষ্ঠানে মন্ত্রী রাজীব ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটি আশ্রম গড়ে তোলার জন্য রাজ্যের …
পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আশ্রমের ভূমি পুজোর অনুষ্ঠানে মন্ত্রী রাজীব ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটি আশ্রম গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলো। সেই আবেদনে সাড়া পেয়ে বুধবার মেচেদার শান্তিপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আশ্রম গড়ে তোলার জন্য ভবতারিণী মায়ের পুজো ও আশ্রমের ভূমি পুজোর আয়োজন করা হয়। সেই ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে অন্যতম বন মন্ত্রী রাজীব ব্যানার্জি। এছাড়াও দুই মেদিনীপুরে অগনিত ট্রাস্টের প্রতিনিধিরা। ছিলেন ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র সহ অন্যান্যরা। করোনা আবহের মধ্যে সরকারি নিয়ম মেনেই ভূমি পুজোর আয়োজন করা হয়। আগামী দিনে ৬০ফুট উচ্চতার মন্দির ও দাতব্যচিকিৎসালয় সহ একাধিক সমাজসেবামূলক কাজের পরিষেবা গড়ে তোলা হবে।
এদিন মন্ত্রী রাজীব ব্যানার্জি বলেন, দীর্ঘদিন ধরে ট্রাস্টের প্রতিনিধিরা কিছুটা জায়গা চেয়ে আবেদন জানায় সরকারের কাছে। সরকার সেইমতো তাদের পাশে থেকে জায়গার ব্যবস্থা করে দিয়েছে। আশ্রম গড়ে তোলার কাজ শুরু হলো। আগামীদিন ধর্মীয় আলোচনা ও সাধারন মানুষের পরিষেবা দেবে ট্রাস্টের প্রতিনিধিরা। ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র বলেন, আমরা সরকারের কাছে জায়গা চেয়েছিলাম সরকার সেই জায়গার ব্যবস্থা করে দিয়েছে। আমরা ভবতারিণী মায়ের পুজোর মধ্যদিয়ে ভুমি পুজো করে আশ্রম তৈরির কাজে হাত লাগালাম।
সেই সাথে রাজ্য থেকে করোনা মুক্ত করার জন্য পূজার্চনা করা হয়। দীর্ঘদিন পর ট্রাস্টের একটি স্থায়ি ভবন গড়ে ওঠায় খুশি ট্রাস্টের প্রতিনিধিরা।।