আজ মহালয়ার পুুুণ্য লগ্নে ছোট্ট ঈশিতা এক অনন্য পরিবেশন। অসাধারণ কোনটি অধিকারী এই ছোট্ট মেয়েটি সহজেই সকলের মন কেড়ে কি নেয়।ওর মায়ের কথায়," ঈশিতা খুব ছোট থেকেই ছড়া বলতে পারত । আমার(ওর মায়ের) কর্মক্ষেত্রে Johnny "Jo…
ওর মায়ের কথায়,"
ঈশিতা খুব ছোট থেকেই ছড়া বলতে পারত । আমার(ওর মায়ের) কর্মক্ষেত্রে Johnny "Johnny yes papa......." আবৃত্তি করে প্রশংসা কুড়োয়। ক্লাস IV তে ওর নিজের স্কুলে(কিশোরনগর শিশু শিক্ষা সদন) ও আবৃত্তিতে প্রথমবার পুরস্কার পায় । তারপর এইভাবেই সবার আশীর্বাদের ফুল কুড়োতে কুড়োতে ও সারাবাংলা ABTA প্রতিযোগিতাতে রাজ্যে কবিতা বলার সুযোগ পায়। তারপর থেকেই কবিতার প্রতি ওর বন্ধুত্ব আরও বেড়ে যায়।
ছোট্ট ঈশিতা আরও অনেক দূর এগোতে চায় আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে..".............. নাম - ঈশিতা গিরি, শ্রেণী - ষষ্ঠ, স্কুল - কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন , Kishorenagar , contai Purba Medinipur.