Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছোট্ট ঈশিতার মহালয়ার কবিতা

আজ মহালয়ার পুুুণ্য লগ্নে ছোট্ট ঈশিতা    এক অনন্য পরিবেশন। অসাধারণ কোনটি অধিকারী এই ছোট্ট মেয়েটি সহজেই সকলের মন কেড়ে কি নেয়।ওর মায়ের কথায়,"  ঈশিতা খুব ছোট থেকেই ছড়া বলতে পারত । আমার(ওর মায়ের) কর্মক্ষেত্রে Johnny "Jo…








আজ মহালয়ার পুুুণ্য লগ্নে ছোট্ট ঈশিতা    এক অনন্য পরিবেশন। অসাধারণ কোনটি অধিকারী এই ছোট্ট মেয়েটি সহজেই সকলের মন কেড়ে কি নেয়।
ওর মায়ের কথায়,"
 ঈশিতা খুব ছোট থেকেই ছড়া বলতে পারত । আমার(ওর মায়ের) কর্মক্ষেত্রে Johnny "Johnny yes papa......." আবৃত্তি করে প্রশংসা কুড়োয়।  ক্লাস IV তে ওর নিজের স্কুলে(কিশোরনগর শিশু শিক্ষা সদন) ও আবৃত্তিতে প্রথমবার পুরস্কার পায় । তারপর এইভাবেই সবার আশীর্বাদের ফুল কুড়োতে কুড়োতে ও সারাবাংলা ABTA প্রতিযোগিতাতে রাজ‍্যে কবিতা বলার সুযোগ পায়। তারপর থেকেই কবিতার প্রতি ওর বন্ধুত্ব আরও বেড়ে যায়। 

ছোট্ট ঈশিতা আরও অনেক দূর এগোতে চায় আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে..".............. নাম - ঈশিতা গিরি, শ্রেণী - ষষ্ঠ, স্কুল - কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন ,  Kishorenagar , contai Purba Medinipur.