পেশায় শিক্ষক নেশায় শিল্পী নরসিংহ দাস কালোজিরা দিয়ে ফুটিয়ে তুলেছেন এক অনন্য সৃষ্টি। বিপ্লবী ভগৎ সিং এর অবয়ব। এর আগেও তিনি তার শিল্প সত্তার দৃষ্টান্ত রেখেছেন বিভিন্ন মনিষীদের প্রতিকৃতি তৈরি করে। কালোজিরা, মুসুর ডাল লঙ্কা এমনি…
![]() |
শিক্ষক শিল্পী নরসিংহ দাস |
দৃষ্টান্ত রেখেছেন বিভিন্ন মনিষীদের প্রতিকৃতি তৈরি করে। কালোজিরা, মুসুর ডাল লঙ্কা এমনি কি নিত্য প্রয়োজনীয় জিনিস সবজি কলমি শাক দিয়ে ও তার অনন্য সৃষ্টির দৃষ্টান্ত রেখেছেন। কিছু দিন আগেই কালোজিরা দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের , বিদ্যাসাগর, যশবন্ত সিং এর অবয়ব এঁকে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। কুর্নিশ নরসিংহ দাসের শৈল্পিক মননকে।