Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকা দৈনিক সেরা লেখনি সম্মাননা

কবিতা - স্বপ্নের ফানুস কলমে - নাজমাতুল লায়লা 
নিকষ কালো আঁধারে বিচারের বাণী কাঁদে নীরবে, আকাশে বাতাসে বোবা কান্নার আর্তনাদে প্রকৃতিও আজ অসহায়!বেদনার তরী পাড় ভেঙে দু 'কূল ভাসায় lগহীন অরণ্যে জোনাকির ক্ষীণ আলোয় পথ খুঁজেও আজ পথহার…

 


কবিতা - স্বপ্নের ফানুস 

কলমে - নাজমাতুল লায়লা 


নিকষ কালো আঁধারে বিচারের বাণী কাঁদে নীরবে, 

আকাশে বাতাসে বোবা কান্নার আর্তনাদে 

প্রকৃতিও আজ অসহায়!

বেদনার তরী পাড় ভেঙে দু 'কূল ভাসায় l

গহীন অরণ্যে জোনাকির ক্ষীণ আলোয় 

পথ খুঁজেও আজ পথহারা ;

একাকী বিষন্নতায় কেটে যায় আশার বালিয়াড়ি !

লালিত স্বপ্ন আর বুক ভরা আশা রয়ে যায় মনের সুপ্ত মনিকোঠায়,,, 

যাতনার নোনা জলে দু 'চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় অজস্র অশ্রু l

তিক্ত বেদনার তীব্র অনল জ্বালা ধাবিত হয় ক্ষয়িষ্ণু পারদে ;

সূর্যের তেজরশ্মিতে বিগলিত দগ্ধ পোড়া মনে 

ক্ষত বিক্ষত করে যায় বারে বারে,,,

সমাজ সংসারে যাপিত জীবনের পদাঘাতে 

স্বপ্নের ফানুস ওরে ঐ গগন পানে ll