কবিতা শিরোনাম - জন্মভূমিকলমে -অপর্ণা চক্রবর্তী তারিখ ২২/০৯/২০২০
অনেক ভাগ্য করে মাগো জন্মেছি এই দেশেসার্থক হল জনম যে মোর তোমায় ভালোবেসে। স্নিগ্ধ শীতল স্নেহ মমতায় হয়েছি বড়ো আমিতোমার আকাশ তোমার বাতাস প্রাণের চেয়ে দামী।
তোমার সৌ…
কবিতা
শিরোনাম - জন্মভূমি
কলমে -অপর্ণা চক্রবর্তী
তারিখ ২২/০৯/২০২০
অনেক ভাগ্য করে মাগো জন্মেছি এই দেশে
সার্থক হল জনম যে মোর তোমায় ভালোবেসে।
স্নিগ্ধ শীতল স্নেহ মমতায় হয়েছি বড়ো আমি
তোমার আকাশ তোমার বাতাস প্রাণের চেয়ে দামী।
তোমার সৌন্দর্য মুগ্ধ করে আমায় বার বার
তোমার গরবে গর্বিত যে হৃদয় স্পন্দন আমার।
জন্মভূমি মায়ের মতো শুনে হয়েছি আমি বড়ো
পাহাড় পর্বত নদী সমুদ্র সবই বক্ষে ধরো।
তোমার বক্ষে মাথা রেখে ঘুমাতে চাই ক্লান্তিতে
তোমার ঘ্রাণের শীতল স্পর্শে দেখব স্বপ্ন শান্তিতে।
আসতে চাই যে বারবার এই জন্মভূমির মাটিতে
জনম জনম বক্ষে ধরে চাই যে তোমায় রাখিতে।