কবিতাঃ মনপাখি।শামসুন নাহার।২০/৯/২০
আমি কি পারবোনা আর তোকে ছুঁতে!আমি কি পারবোনা আর তোকে নিয়ে ঘুরে বেড়াতে। আমি কি পারবোনা আর তোর ভালবাসায় অভিমানী হতে।আমি কি পারবোনা আর কোনদিনতোর অপেক্ষাতে পথ চেয়ে থাকতে।আমি কি পারবোনা আর তোকে বকাঝক…
কবিতাঃ মনপাখি।
শামসুন নাহার।
২০/৯/২০
আমি কি পারবোনা আর তোকে ছুঁতে!
আমি কি পারবোনা আর তোকে নিয়ে ঘুরে বেড়াতে।
আমি কি পারবোনা আর তোর ভালবাসায় অভিমানী হতে।
আমি কি পারবোনা আর কোনদিন
তোর অপেক্ষাতে পথ চেয়ে থাকতে।
আমি কি পারবোনা আর তোকে বকাঝকা করতে,শাসন করতে,
তোর ভুলগুলো শুধরে দিতে?
আমি কি পারবোনা আর গরম ভাত রেঁধে অপেক্ষা করতে।
বিনিদ্র রজনী একসাথে কাটাতে চাঁদনীরাতে!
আমি কি পারবোনা আর কোনদিন
আমাদের স্বপ্ন পূরণের সারথী হতে।
আর কোনদিন কি তোর বাগানে কলি হয়ে ফুটবোনা?
বর্ণীল স্বপ্নীল এই জীবন টা কখন যে ধূসর হয়ে গেল,তোর বিরহে!
তুই কেন ঘুমন্ত?
তুই কি যাবি, একেবারেই যাবি আমাদের ছেড়ে?
বলনা,চুপ কেন?
কেন? কেন? কেন?
কথা বল একবার উত্তর দে,দে,দে!
থামছেনা জলের ধারা,
আঁচল ভিজে সারা।
দেখো, তোমার মেয়ে শিয়রে দাঁড়িয়ে অসহায় পাগরপারা!
আত্মীয় স্বজন দিশাহারা!
আমি যে তোর চুপ থাকাটা আর মেনে নিতে পারছিনা।
তোর নিথর দেহ আর কত কষ্ট পাবে
আই সিও তে।
একবার কথা বল,একটিবার উঠে বসনা
বল, আমি বাড়ি যবো।
আমায় তোরা নিয়ে যা।
এতো মানুষের ভালবাসা, চোখের জলের কি কোনই দাম নেই?
নিষ্ঠুর মৃত্যুর কাছে সবাই হার মেনে যায়!
হৃদয়ের বন্ধন ছেড়ে বুঝি, চলে ই যাবে মন পাখি!
বেদনায় নীলাভ তৃষিত আঁখি!