রেলের বেসরকারিকরণ, কর্মী ছাঁটাই, প্লাটফর্ম টিকিট 50 টাকা করার প্রতিবাদে তমলুক রেলস্টেশনে এসইউসিআই এর বিক্ষোভ ডেপুটেশন।
রেলের বেসরকারিকরণ,কর্মী ছাঁটাই এবং প্লাটফর্ম টিকিট ৫০ টাকা করার বিরুদ্ধে সারা ভারতে প্রতিবাদ দিবসে পাশাপাশি তমল…
রেলের বেসরকারিকরণ, কর্মী ছাঁটাই, প্লাটফর্ম টিকিট 50 টাকা করার প্রতিবাদে তমলুক রেলস্টেশনে এসইউসিআই এর বিক্ষোভ ডেপুটেশন।
রেলের বেসরকারিকরণ,কর্মী ছাঁটাই এবং প্লাটফর্ম টিকিট ৫০ টাকা করার বিরুদ্ধে সারা ভারতে প্রতিবাদ দিবসে পাশাপাশি তমলুক রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন ও বিক্ষোভ দেখায় এস ইউ সি আই কমিউনিস্ট দল। নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস, জেলা সদস্য জ্ঞানানন্দ রায় প্রমুখ। হাসপাতাল মোড় থেকে তমলুক শহরে মিছিল করে তমলুক রেল স্টেশনে এসে বিক্ষোভ দেখায়। সাথে সাথে রেলের সার্কুলার এর প্রতিলিপি পোড়ানো হয়।