Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই এর তমলুক আবগারি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন

হয় ভাতা নয় জরিমানা' মদ নিয়ে আবগারি দপ্তরের ঘোষণার প্রতিবাদে  তমলুক আবগারি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন।
সম্প্রতি আবগারি দপ্তর কুড়ি হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ঘোষণা করেছে 'হয় ভাতা নয় জরিমানা'। লাইসেন্সপ্র…

 


হয় ভাতা নয় জরিমানা' মদ নিয়ে আবগারি দপ্তরের ঘোষণার প্রতিবাদে  তমলুক আবগারি দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন।


সম্প্রতি আবগারি দপ্তর কুড়ি হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ঘোষণা করেছে 'হয় ভাতা নয় জরিমানা'। লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি মদ বিক্রির মাধ্যমে এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারলে ভাতা দেয়া হবে নতুবা তাদের লাইসেন্স বাতিল করা হবে। এই ঘোষণার প্রতিবাদে মহিলা সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন ডি ওয়াই ও, ছাত্র সংগঠন ডি এস ও'র পক্ষ থেকে তমলুক আবগারি দপ্তর বিক্ষোভ ডেপুটেশন হয়। সংগঠনের কর্মীরা মিছিল করে দপ্তরের সামনে এলে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা বেলা পাঁজা। 


ডেপুটেশনে নেতৃত্ব দেন প্রতিমা জানা গোপাল সিংহ রাজকুমার মান্না প্রমূখ। বেলা পাঁজা বলেন বাস্তবে দোকানদাররা যেনতেন প্রকারেন মদ বিক্রি করার চেষ্টা করবে। ফলে নারীর সম্ভ্রমহানি হিংসা অনৈতিক কার্যকলাপ আরো বাড়বে। তিনি যেকোন মূল্যেই একে আটকানোর সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।