কৃষি বিল প্রত্যাহার করার দাবিতে কোলাঘাট ৬ নং জাতীয় সড়ক এবং তমলুকের রাধামনি ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে সারা ভারত কৃষক সংঘর্ষ কমিটি।
কেন্দ্রসরকারের কৃষিবিলের প্রতিবাদে আজ দেশজুড়ে গ্রামীন ভারত বনধের ডাক দেওয়া হয়।শুক্রবার সকালে কৃ…
কৃষি বিল প্রত্যাহার করার দাবিতে কোলাঘাট ৬ নং জাতীয় সড়ক এবং তমলুকের রাধামনি ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে সারা ভারত কৃষক সংঘর্ষ কমিটি।
কেন্দ্রসরকারের কৃষিবিলের প্রতিবাদে আজ দেশজুড়ে গ্রামীন ভারত বনধের ডাক দেওয়া হয়।শুক্রবার সকালে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়ক আধ ঘন্টা পথ অবরোধ করা হয়।এদিন কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কৃষিবিলের বিরোধিতা করে কৃষিবিলের প্রতিলিপিতে আগুন দিয়ে জ্বালানো হয় এছাড়া কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়।এদিনের এই অবরোধে যানজটের সৃষ্টি হয়।কোলাঘাট থানার পুলিশ এসে অবরোধকারীদের হঠিয়ে দেয়। পাশাপাশি তমলুক থানার ৪১ নম্বর জাতীয় সড়কের রাধামনিতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে তমলুক থানার পুলিশ অবরোধ তুলে দেয়।