Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

আমি হার মানবো না            প্রদীপ সেন     তারিখ- ২৪/০৯/২০
স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে প্রতিদিন।কী ভাবছো? নৈরাশ্যবাদের তিলক কেটে দিয়েছো? স্বপ্ন দেখা ছেড়ে দেবো হতাশাগ্রস্থ হয়ে? হাঁটতে গিয়ে আছাড় কী কম খেয়েছিলাম? হাঁটা তো রপ্ত …

 


আমি হার মানবো না

            প্রদীপ সেন

     তারিখ- ২৪/০৯/২০


স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে প্রতিদিন।

কী ভাবছো? নৈরাশ্যবাদের তিলক কেটে দিয়েছো? 

স্বপ্ন দেখা ছেড়ে দেবো হতাশাগ্রস্থ হয়ে? 

হাঁটতে গিয়ে আছাড় কী কম খেয়েছিলাম? 

হাঁটা তো রপ্ত করেছিই আঘাত সয়ে সয়ে 

চেয়ে দ্যাখো, ছুটতেও শিখে গেছি আজ। 

খরায় খরায় মুমূর্ষু নদীকে দেখে ভেবোনা 

ভরা ভাদরে মরা নদী পুনর্যৌবনা হবেনা কোনোদিন।

সেও তো স্বপ্ন দেখে যায় একদিন দুকূল ভাসাবার। 

ভাটার দৌরাত্ম্য দেখে কী জোয়ারের স্বপ্ন ছাড়ে নদী? 

হেমন্তের পাতাঝরা গাছেদের তপস্যা ভাঙতে পারে না 

বসন্তে নতুন পল্লবে সে আবার উর্বশী হয়ে ওঠে। 

মাঝে মাঝে চাঁদে তো গ্রহণ লাগে, সূর্যেও।

তাই বলে চির আঁধারের রাজত্ব দেখেছে কি কেউ? 

আমি তাই নাছোড়বান্দা, স্বপ্ন আমি দেখবোই 

আজ নয় কাল স্বপ্ন সে সফল হোক বা না-হোক  

স্বপ্ন দেখে দেখে কালরাত তো পার করে দিতে পারি 

অনেক না-পাওয়ার মাঝে এ প্রাপ্তিই বা কম কিসে?