Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরী সাহিত্য পত্রিকা দৈনিক সেরা লেখনী সম্মাননা

বিভাগ কবিতাশিরোনাম- মহামানব  কলমে     --  গীতা লোধ২৬/০৯/২০২০
স্মরণীয় বরনীয়,       ধরণীর  সন্মান।তোমাকে জানাই       শতকোটি প্রণাম
মেদিনীপুরের মাটি        বীরসিংহ গ্রাম,ঈশ্বর চন্দ্রের         জন্ম ধাম।
মায়ের  প্রতি,      ভক্তি অপার।ম…

 


বিভাগ কবিতা

শিরোনাম- মহামানব

  কলমে     --  গীতা লোধ

২৬/০৯/২০২০


স্মরণীয় বরনীয়,

       ধরণীর  সন্মান।

তোমাকে জানাই

       শতকোটি প্রণাম


মেদিনীপুরের মাটি

        বীরসিংহ গ্রাম,

ঈশ্বর চন্দ্রের

         জন্ম ধাম।


মায়ের  প্রতি,

      ভক্তি অপার।

মায়ের ডাকে

      নদী পারাবার।


      নারী শিক্ষা

          করলে পণ,

আলোয় ভরলে,

      নারীর জীবন।

          

শীতের বিকেলে

           চলছে  ঈশ্বর।

দৃষ্টিতে  বুড়ি

       গায়ে নেই চাদর।


ছোট ছেলে

           সত্যের মন।

নিজ চাদর,

        করল সমর্পণ


আপ্লুত বুড়ি,

     করল আদর।

সেই ছেলে

    বিদ্যার সাগর।


বিধবার ভালে

          দিলেন টিকা ।

পাঠশালাতে পড়া  লিখা,

       বর্নমালা চিনতে শেখায়।


বর্ণ পরিচয় কথমালার

  বোধদয় করিলে শিক্ষা বিস্তার

অহংকারে নবজাগরণ

      করলে সাকার।