#ছিন্ন হলো যে তার#মৌসুমী মুখার্জী
আজ সকল অহংকার চূর্ণ করেছিঅদম্য ঝংকারে ছিন্ন করেছি তার।দৃপ্ত কণ্ঠে থামিয়েছি সুর, বসন্ত বাহার, গিটারের স্তব্ধ করেছি সুর টঙ্কার।
তুমি আসবেনা ভাবিনি তো একবারও স্বপ্ন গুলো খণ্ড খন্ড টুকরো টুকরো আ…
#ছিন্ন হলো যে তার
#মৌসুমী মুখার্জী
আজ সকল অহংকার চূর্ণ করেছি
অদম্য ঝংকারে ছিন্ন করেছি তার।
দৃপ্ত কণ্ঠে থামিয়েছি সুর, বসন্ত বাহার,
গিটারের স্তব্ধ করেছি সুর টঙ্কার।
তুমি আসবেনা ভাবিনি তো একবারও
স্বপ্ন গুলো খণ্ড খন্ড টুকরো টুকরো
আজ তাই খুন করেছি মিথ্যার জাল
অবশেষ হোক অহংকারের রংমশাল।
বাস্তবিক ই পুরুষ হৃদয় ভীষণ কঠিন
কাটাছেঁড়া হোক কলিজা,দেখবে নিষ্ঠুর ,বেরঙ্গীন।
সাধ আহ্লাদ প্রকাশ করায় ব্যর্থ আজীবন , অতঃপর,
অশ্রুনীরে রক্ত ঝরে , পড়েনা বুকের ওপর।
বিদায় দিলাম বন্ধু তোমায় , আজ ছেঁড়া তারে,
মালকোষে , ইমনের ঠাটবাটি দরবারে।
তাচ্ছিল্য আর বঙ্কিম হাসি রেখো আমার তরে,
দূর বহু দূর গেছো সুখী হও অন্যের সংসারে।