Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#শর্তহীন_ভালোবাসা 
…ভালোবাসা হীন জীবনের দায় ভার তোর,কিছু ঋণ না হয় না  হ'লো  শোধ।চাঁদেরই বা একা কেন হয় দোষ!!কলঙ্ক তোর না হয় একবারই হো'ক।
একবার যদি উচ্চারণ হয় ভালোবাসি, দীর্ঘ জীবন থেকে ছেঁচে নিতে চাই ভালোবাসা। যুগলবন্দী তে সা…

 


#শর্তহীন_ভালোবাসা 


…ভালোবাসা হীন জীবনের দায় ভার তোর,

কিছু ঋণ না হয় না  হ'লো  শোধ।

চাঁদেরই বা একা কেন হয় দোষ!!

কলঙ্ক তোর না হয় একবারই হো'ক।


একবার যদি উচ্চারণ হয় ভালোবাসি, 

দীর্ঘ জীবন থেকে ছেঁচে নিতে চাই ভালোবাসা। 

যুগলবন্দী তে সারারাত ধরে 

সরোদে সেতারে দাপুটে আনন্দ বানভাসা।


শর্তহীন স্বপ্নের কথা মতো , স্বেচ্ছায় 

করেছি কিছু দামী বিনিয়োগ। 

অনুরাগে সুগন্ধি মিশিয়ে …

মেপেছি ভালোবাসার যোগ -বিয়োগ।


সবুজ স্বর্গের দ্যুতিময় কাহিনীতে,

ছুঁয়ে থেকে  ভালোবাসার আঘ্রাণ। 

নামহীন সেই প্রসাধনী সুখে--

উন্মাদিনী আজও  করে হীরের   সন্ধান।


একবার তুই  আয় ফিরে স্মৃতির সুড়ঙ্গ

 খুঁড়ে, মৌন চাঁদের মায়াবী  রূপ ধরে।

সকল মনস্তাপ ছুঁড়ে ফেলে, নির্বাক গঙ্গা 

হয়ে, ভিখারিনী হ'বো সেইদিনে।


#শ্বেতা_ব্যানার্জী

১,৯,২০