#নিজস্বতাশিমলা
বয়ে যাওয়া স্রোতস্বিনীর মায়া এক সময় কেটে গেল,জলের পাড় ভাঙার অবিরত শব্দে মন যখন নাজেহাল,তখন নদী বিকিয়ে পাহাড় কিনে নিলাম।সুউচ্চ, অটল পাহাড়ের চূঁড়ায় দাড়িয়ে,আকাশ ছোঁয়ার অদম্য নেশাটাকে বশ মানাতে পারলাম না বলে।এমনি আমি,…
#নিজস্বতা
শিমলা
বয়ে যাওয়া স্রোতস্বিনীর মায়া এক সময় কেটে গেল,
জলের পাড় ভাঙার অবিরত শব্দে মন যখন নাজেহাল,
তখন নদী বিকিয়ে পাহাড় কিনে নিলাম।
সুউচ্চ, অটল পাহাড়ের চূঁড়ায় দাড়িয়ে,
আকাশ ছোঁয়ার অদম্য নেশাটাকে বশ মানাতে পারলাম না বলে।
এমনি আমি, স্থিরতার সাথে সন্ধি গড়াতে চাইনা একদম।
যদিও চঞ্চলতার ছন্দে বইতে গিয়ে খুইয়েছি অনেককিছু,
তারপরও ভীষণ অবাধ্যতা মনন জুড়ে।
স্বীকার করতে দ্বিধা নেই,
কিছুটা লোভীও বটে।
ওই যে বললাম আকাশ ছোঁবো.......
না, হলো না আকাশ ছোঁয়া,
যোজন যোজন দূরত্বের আকাশকে যতটা কাছে ভেবেছিলাম,
ততটাই দূরত্বের সে........
মনে মনে ভেবেনিলাম এবার পাহাড় বিকানোর সময় এসেছে।
ঠিক ধরেছেন, এবার আমি আকাশ কিনতে চাইলাম,
জানেন,কিনেও নিলাম পাহাড়ের মায়া ত্যাগ করে।
নীলাম্বরীরর ভালোবাসায় নীলচে হলো আমার শরীর,
আকাশে অসংখ্য তারা, গ্রহ, উপগ্রহ,পাখিদের অবাধ্য ওড়াওড়ি........
বিশালতার বুকে অন্য কারো অধিকার সহ্য হচ্ছিলো না একদম,
নিজের করে পেতে পেতে ভুলেই গিয়েছিলাম নিজের সীমানা।
অধিকার বোধ আর বেখেয়ালী ভাবনারা আমাকে ঔদ্ধত্য আর অহংকারী করলো,
এভাবে অহংকারের ভেলায় ভাসতে ভাসতে এক সময় আঁছড়ে পড়লাম,
এমনই হয় হয়তো........
নুয়ে পড়তে হয়, ফিরে আসতে হয় একসময় শিকড়ে।
উঁচুতে উঠতে উঠতে মাটির স্পর্শ বিহীন আমি আঁছড়ে পড়লাম ধরণীতে,
বুঝলাম, এটাকেই হয়তো ফেরা বলে।
এখন আমার নিজস্ব কিছু নেই..........
এখন আমি শিখে গেছি অনুভবের ভালোবাসা,
অধিকার বিহীন ভালোবাসা,
জেনে গেছি নিজের করে চাইতে নেই সবকিছু।