Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পায়ে পায়ে বিশ্ব ভ্রমন ,বাংলা দেশ যাবেন হরিপদ বাবু

পায়ে হেঁটে ভারত ভ্রমন করেছেন আগেই।এবার চাইছেন পায়ে হেঁটে বিশ্ব ভ্রমন করতে।বিদেশ যেতে চান পদযুগলের ভরসাতেই।অভিনব ইচ্ছে ।   বয়স আর এমন কি।85 বছর মাত্র ।যুবক তো বটেই।নাম হরিপদ চক্রবর্তী ।বাড়ি নদীয়ার শান্তি পুরে।ইতিমধ্যেই তিনি চার লা…

 



পায়ে হেঁটে ভারত ভ্রমন করেছেন আগেই।এবার চাইছেন পায়ে হেঁটে বিশ্ব ভ্রমন করতে।বিদেশ যেতে চান পদযুগলের ভরসাতেই।অভিনব ইচ্ছে ।

   বয়স আর এমন কি।85 বছর মাত্র ।যুবক তো বটেই।নাম হরিপদ চক্রবর্তী ।বাড়ি নদীয়ার শান্তি পুরে।ইতিমধ্যেই তিনি চার লাখ মন্দির, দু লাখ মসজিদ ও পাঁচশো গির্জা দর্শন করে ফেলেছেন।আর সবই এই পায়ে হেঁটে।

কয়েকদিন আগে পায়ে হেঁটে আন্দামান থেকে ফিরেছেন।এখন চাইছেন বিদেশ যেতে।বিদেশ হিসাবে প্রথমেই বেছে ছেন পাশের দেশ বাংলাদেশ ।  হরিপদ বাবুর পঁচাশি বছর বয়সের মধ্যে পঞ্চাশ বছর ই তিনি পায়ে হেঁটেছেন।আর ঘুরেছেন দেশের সব তীর্থ ক্ষেত্রে ।দেখেছেন মন্দির মসজিদ ও গির্জা ।আর এখন এই বয়সে পৌঁছে বাসনা বিশ্ব ভ্রমনের।কত রকম ইচ্ছে থাকে মানুষের ।তা হরিপদ বাবুকে না দেখলে বোঝা যায় না।আর এই ভ্রমনের জন্য সরকারী ও বেসরকারি ভাবে জুটেছে নানা প্রশংসা পত্র ।কুড়িয়ে ছেন নানা সন্মান ও ভালোবাসা ।কিন্তু খেদ থেকে গেছে বিদেশ না যাওয়ার জন্য ।তাই ঠিক করেছেন বাংলা দেশ যাবেন।
< div dir="auto">
দেশে তো ভাবলেই বেরিয়ে পড়া যায় ।কিন্তু বিদেশে তো তা হবে না।চাই পাশপোর্ট ভিসার কাগজপত্র ।পাশপোর্ট হরিপদ বাবুর আছে।দরকার বাংলা দেশ যাবার ভিসা।তাই তিনি প্রশাসন কে জানিয়েছেন একটি ভিসা পাবার জন্য ।
ভিসা চলে এলেই হরিপদ বাবু হাঁটা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে ।এ রকমই জানিয়েছেন হরিপদ চক্রবর্তী ।
তরুন চট্টোপাধ্যায় ।