Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ-কবিতা শিরোনাম-আমি সেই মেয়ে কলমে-সোমা কোলে তারিখ-২৯|০৯|২০২০==================
আমি সেই মেয়ে যার নিজস্ব কোনো ঘর নেইশিকড়ের মাটি কেমন বদলে যায় একটু বড়ো হলাম যেই।
আমি সেই মেয়ে যে জমা-খরচের হিসেবে ভীষণ রকম পোক্তনিজের ঘরে হিসেব মিলিয়…

 


বিভাগ-কবিতা 

শিরোনাম-আমি সেই মেয়ে 

কলমে-সোমা কোলে 

তারিখ-২৯|০৯|২০২০

==================


আমি সেই মেয়ে 

যার নিজস্ব কোনো ঘর নেই

শিকড়ের মাটি কেমন বদলে যায় 

একটু বড়ো হলাম যেই।


আমি সেই মেয়ে 

যে জমা-খরচের হিসেবে ভীষণ রকম পোক্ত

নিজের ঘরে হিসেব মিলিয়ে দেখি

নিজের হাতটাই তো রিক্ত।


আমি সেই মেয়ে 

চেনা ছন্দের বাইরে একটু গেলেই

শুনি, এ মেয়ে মোটেও ভালো নয়

গেল,গেল রব ওঠে

বলি, তোর নেই মান সম্মানের ভয়!!


আমি সেই মেয়ে 

মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার 

বোঝা শুধুই আমার একার

দিনের শেষে ক্লান্ত ভীষণ 

আর বইতে পারি না ভার।


আমি সেই মেয়ে 

সন্তানহীনতার দায় শুধুই 

একা আমারই কাঁধে

এরপরেও মুখটা ভীষণ চুপ 

অন্তর যতই কাঁদুক আর্তনাদে।


আমি সেই মেয়ে 

কত রাত ঘুমহীন 

দুচোখে ধরে জ্বালা

পাশে থেকেও পাশে কেউ নেই 

তখন ভীষণ একলা।


আমি সেই মেয়ে 

যার কত ইচ্ছে পাথর চাপা

গুমরে কাঁদে কত না বলা দাবী

পথ হারিয়ে যায় পথের বাঁকে 

পৌঁছয় না শেষ অবধি। 


আমি সেই মেয়ে 

যার চাওয়া পাওয়ার গল্পগুলো

থাকে যেন দারুণ রকম সোজা

তবুও সমাজ, নত মস্তক তোমাদের 

পূজিতা হন দেবী দশভুজা। 


আমিই সেই মেয়ে 

সব শালীনতা আমারই  একার

অবগুণ্ঠনে ঢাকা থাকে মুখ 

ঘুণ ধরা এই সমাজ

আরও গভীরে অসুখ।।