কবিতা 29/09/2020
এই আশা
শিবাজী সান্যাল
আশা সহজাত সুন্দর , চন্দ্রমল্লিকার মতআশার দীর্ঘ মধুবনী দিগন্ত ছোঁয়অজানা মোহন শিহরণে , নিত্যদিন যুগে যুগে ।
নূপুরের তাল মেলে সারেঙ্গীর সুরেঝাড়বাতির আলোতে জাগে হাজার স্বপ্ন আতরের গন্ধে সঙ্গীতের …
কবিতা
29/09/2020
এই আশা
শিবাজী সান্যাল
আশা সহজাত সুন্দর , চন্দ্রমল্লিকার মত
আশার দীর্ঘ মধুবনী দিগন্ত ছোঁয়
অজানা মোহন শিহরণে , নিত্যদিন যুগে যুগে ।
নূপুরের তাল মেলে সারেঙ্গীর সুরে
ঝাড়বাতির আলোতে জাগে হাজার স্বপ্ন
আতরের গন্ধে সঙ্গীতের মূর্চ্ছণায় রাজমহল
ছেয়ে যায় সুরের লহরীতে । বাইজীর হৃদয়ে জাগে
আশা , রাজপ্রাসাদের গরিমায় ।
আমি কাটাই প্রহর নিজস্ব আবর্তে
স্বপ্নের বসন্ত কৃষ্ণচূড়া নিয়ে আজও , যদিও
অনেক স্বপ্নভঙ্গ জমেছে ধীরে ধীরে ।
মন্দির চত্বরে বিশাল বটবৃক্ষ
সাক্ষী সময়ের । দলে দলে ওরা আসে , পূজো দেয়
লাল হলুদ সুতো বাঁধে , অশ্রুপাতে , জোড় হাতে
মুদ্রিত আঁখি প্রার্থনায় , অনেক প্রত্যাশায়
গাছের পাতারা কাঁপে বাতাসে ,
কাক ডাকে অকারণে ।
সবাই বাঁধে সুতো , আশায় নিরন্তর
কেউ বৃক্ষে , কেউ মনে মনে
পূর্ণিমার চাঁদ তাকায় স্নিগ্ধ আলোর মায়ায়
আশা জেগে থাকে অহর্নিশ
বুকের গভীরে ।