দৈনিক প্রতিযোগিতা। ইন্দ্রাণী রাহা। ৬/১০/২০২০/আজকের কবিতা... "এমন তো কোন কথা নেই"-------------------------------------
রোজ আমি সূর্যের আলো মেখেজ্যোৎস্না স্নানের শেষেমেঘের পালক গায়ে জড়াব, এমন তো কোন কথা নেই।
ইচ্ছে মত ক্য…
দৈনিক প্রতিযোগিতা।
ইন্দ্রাণী রাহা।
৬/১০/২০২০/
আজকের কবিতা...
"এমন তো কোন কথা নেই"
-------------------------------------
রোজ আমি সূর্যের আলো মেখে
জ্যোৎস্না স্নানের শেষে
মেঘের পালক গায়ে জড়াব,
এমন তো কোন কথা নেই।
ইচ্ছে মত ক্যানভাসে সাজিয়ে আঁকবো স্বপ্ন
নিজের মনে সেই ছবিতে বিভোর হব,
এমন তো কোন কথা নেই।
সব কবিতাই আমার কবিতা হবে
বেশ বেশ বলবে সবাই
আমি আনন্দে গান গাইবো,
এমন তো কোন কথা নেই।
আমি ভালবাসলেই তুমিও ভালবাসবে
আমার চোখেই তুমি তাকাবে
আমার ভালো মন্দ সব তোমার হবে,
এমন তো কোন কথা নেই।
আমি জীবনকে দু হাতে কাছে পাব
শোক দুঃখ ব্যথা বেদনাকে পর করে দেব,
এমন তো কোন কথা নেই।
আমি সময়ের বুকে অনন্ত হয়ে বেঁচে থাকব,
বন্ধু আমার মিত্র আমার স্বজন আমার
বাসবে ভালো,
স্বার্থহীন পৃথিবীর বুকে
সবার হাত ধরে পাশাপাশি থাকব,
এই টুকু চাওয়া আমার পূর্ণ হবে,
এমন তো কোন কথা নেই।
কি জানি....হবেও বা হয়তো!!
স্বত্ব সংরক্ষিত।
৬/১০/২০২০/