Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ভালো থেকো  ভালবাসা হিল্লোল তালুকদার
কবে, কখন এ মনে জন্মেছিলে, কিভাবে ভালবাসতে হয় শিখিয়েছিলে, কিছুই মনে করতে পারিনা। সেই থেকেই হৃদয়ে সতত প্রবাহমান ভালবাসা। ভালবেসেছি মায়ের কোল,বাবার স্নেহ, ভাইয়ের শাসন, বোনের আদর, ভালবেসেছি স্লেট, প…

 


ভালো থেকো  ভালবাসা 

হিল্লোল তালুকদার


কবে, কখন এ মনে জন্মেছিলে, 

কিভাবে ভালবাসতে হয় শিখিয়েছিলে,

 কিছুই মনে করতে পারিনা। 

সেই থেকেই হৃদয়ে সতত প্রবাহমান ভালবাসা। 

ভালবেসেছি মায়ের কোল,বাবার স্নেহ, 

ভাইয়ের শাসন, বোনের আদর, 

ভালবেসেছি স্লেট, পেন্সিল, বই, খাতা 

ভালবেসেছি স্কুল, স্কুলের মাঠ, 

ভালবেসেছি উন্মুক্ত খোলা প্রান্তর আর অগাধ জল,

ভালবেসে মায়ায় জড়িয়েছি আলো, বাতাস, 

নিজেকে উজাড় করে দিয়েছি সবেতেই। 

বিনিময়ে পেয়েছি ঢের, যা দিয়েছি তার অধিক। 

সবকিছু যেমন ছিলো, তেমনি আছে 

প্রকৃতি তার আপন খেয়ালে ঋতু পরিবর্তনে 

প্রবাহমান যুগের পর যুগ, 

বদলায়নি আবেগ অনুভূতির অনুভবগুলোও। 

কেবল বদলে গেছে মানুষের চাওয়া পাওয়ার হিসাব। 

নিঃস্বার্থ বিবেক কিংবা প্রকৃত ভালবাসা তার বোল পাল্টে হয়ে গেছে সীমাহীন দুঃখের দাবানল। 

প্রতারণা আর বিশ্বাসহীনতায় ভালবাসার পরতে পরতে আস্থাহীনতার স্বচ্ছ প্রতিফলন।     

বিশ্বস্ত বিশ্বাস গুলো রুদ্ধস্বাসে ছটফট করে নিজেরই অভ্যন্তরে। 

দুমড়ে মুচড়ে যাওয়ার পরও আজও বিশ্বাসগুলো বিশ্বাস করতে চায়, 

ভালবাসাগুলো দিয়ে ভালবাসা পাওয়ার অস্থিরতায় ব্যাকুল। 

এতো এতো দ্বন্দ্ব, আস্থাহীনতার পরেও বিশ্বাস করতে ইচ্ছে হয়......

ভালবাসা ভালবেসে ভালবাসে তারে 

ভালবেসে ভালবাসায় বেঁধে রাখে যারে।     

ভালবাসার অনুভূতিগুলো আজও যায়নি মরে, 

ভালবাসা,তুমি ভালো থেকো,যুগ যুগ ধরে।