Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-দেবতার পূনর জনমকলমে-পা দ কতাং-০৭/১০/২০২০
একদিন প্রাতে রটে গেল গ্রামেদেবী উঠেছেন নদী তটে।বৃদ্ধ এক মাঝি পার করিতে আসিদেখে দেবী পড়ে নদী ঘাটে।যে শোনে কানে  কৌতুহল মনেছুটে আসে নদী চরে।কেউ দ্রুত পায়ে হুড়োহুড়ি করেকেউ বা পিছু ধর…

 


কবিতা-দেবতার পূনর জনম

কলমে-পা দ ক

তাং-০৭/১০/২০২০


একদিন প্রাতে রটে গেল গ্রামে

দেবী উঠেছেন নদী তটে।

বৃদ্ধ এক মাঝি পার করিতে আসি

দেখে দেবী পড়ে নদী ঘাটে।

যে শোনে কানে  কৌতুহল মনে

ছুটে আসে নদী চরে।

কেউ দ্রুত পায়ে হুড়োহুড়ি করে

কেউ বা পিছু ধরে।


ভাঁটার শোষণ টানে নদীর কিনারে

দেবী আছেন চক্ষু মেলি।

কোন এক মন্দিরে প্রতিষ্ঠিত দেবী

জীর্ণ বলে গেছে ফেলি।

পুরানো না চেয়ে উল্লাসে মেতে

দেবীকেও  ফেলিল জলে।

না ডুবে জলে উঠিলে কিনারে

নিয়তি একেই বুঝি বলে।


কিছু জন মিলে কোলে নিয়ে তারে

রাখিল অশ্বথ  তলে।

ঘৃত চন্দন মাখি স্নান কার্য সারি

শঙ্খের ধ্বনি তোলে।

দূর দূর হতে কত লোক ছুটে 

করিতে দেবী দর্শন।

যে যা পারে অতি ভক্তি ভরে

ধন করে বর্ষণ।


কিছু দিন পরে ভক্তরা মিলে

গড়ে তোলে এক দেবাশ্রম।

নব রূপে সাজে সাজালো তারে

দেবীরে দিল পূনর জনম।

যে মাধুরী দিয়ে গড়লে তুমি যারে

সে তোমার জীর্ন ভাবে।

তোমার দিয়ে প্রাণ গৃহ করে দান

তোমারি গড়া ভবে।