Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সময়ের_শিক্ষা_     ------------------------- শিখা পাল ---  ০৭/১০/২০২০  ==========================
কঠিন সময়ে শিক্ষা অনেক পেলাম ---বিকিয়ে যাওয়া মনুষ্যত্ব ,  বদ্ধ ঘরে ওতোপ্রোতো।দেখেছি অনেক অমানবিক রূপ, তারই মাঝে প্রস্ফুটিত কত শত মানব…

 


#সময়ের_শিক্ষা_

     ------------------------- শিখা পাল ---

  ০৭/১০/২০২০

  ==========================


কঠিন সময়ে শিক্ষা অনেক পেলাম ---

বিকিয়ে যাওয়া মনুষ্যত্ব ,  বদ্ধ ঘরে ওতোপ্রোতো।

দেখেছি অনেক অমানবিক রূপ, 

তারই মাঝে প্রস্ফুটিত কত শত মানবিক মুখ। 

 মৃত্যুর ভয়াবহ স্রোতের মাঝে, দেখেছি সেবার মন্দাকিনী ধাড়া। 

পৃথিবীর কোণায় কোণায় হামাগুড়ি দিয়ে বাঁচার জন্য লড়া।


প্রতি মুহুর্তে মন্ত্র ধ্বনি শুনি " দূরে থাকো ",

আরও কিছুদিন ঘরের ভেতর বন্দী থাকো, 

ক্ষিধের জ্বালা শিকেয় তুলে -- হিসেব রাখো। 

সভ্যতার নিসর্গে,  সৎকারে লোক নেই,ক্ষুধায় অন্ন নেই! 

বিপদে প্রতিবেশী নেই, আত্মীয় পরিজন নেই! 


প্রকট " নেই "-এ আমরা যখন মড়ার আগেই শেষ, 

ঠিক তখনই আকাশ জুড়ে পাখির সমাবেশ। 

ফুলগুলো সব বড্ড রঙিন, হাওয়ায় হিল্লোলে, 

প্রজাপতি মধুর সুখে রঙিন পাখা মেলে। 


তাই বলে কি বাঁচবো আমরা বসে বদ্ধ ঘরে! 

একজীবনে অনেকটা পথ চলবোই হাত ধরে। 

      ঠিক তখনই শিশু রোদের বন্যা হবো, 

       কফি-শপে আড্ডা দেবো, 

       ভিক্টোরিয়ায় ভিড় জমাবো,

       পাড়ার মোড়ে ফুচকা খাবো, 

        ট্রেনে বাসে লাইন দেবো ----

 বদ্ধ ঘরে দম্ভ ভুলে নতুন পথে হাঁটবো। 

আবার যখন ভুলের হিসেব ভুলে যাবো 

        ইতিহাসের পাতা জুড়ে থাকবে এরই রেস। 

         ধ্বংস লীলায় কতটা মেতেছি,

         আর কতটা হয়েছি নিঃশেষ।। 


        ========== 💲==========