কবিতা********শিরোনাম -- এসো পুনর্জীবন**********উৎপল রাউত***"***"**০৭/১০/২০***********
সব যাত্রী নিয়ে চলে গেল ট্রেনবিগত যৌবনা প্ল্যাটফর্ম হাহুতাশ করেজনশূন্য স্টেশন শাল পাতার হাওয়ার তালে নৃত্য অবলোকন করে,পড়ে থাকা মাটির …
কবিতা
********
শিরোনাম -- এসো পুনর্জীবন
**********
উৎপল রাউত
***"***"**
০৭/১০/২০
***********
সব যাত্রী নিয়ে চলে গেল ট্রেন
বিগত যৌবনা প্ল্যাটফর্ম হাহুতাশ করে
জনশূন্য স্টেশন শাল পাতার
হাওয়ার তালে নৃত্য অবলোকন করে,
পড়ে থাকা মাটির ভাঁড়
চায়ের স্বাদ ভুলতে পারে না
সর্বাঙ্গে তার ব্যথা, হাত থেকে ছুঁড়ে
ফেলার ব্যথা !
ক্ষতে ভরা মাটির পাত্র চা পানকারীর
পাশবিক ব্যবহারে মর্মাহত,
এত জোরে রেললাইনে ছুঁড়ে ফেলা,
ভাগ্যিস কোনো ট্রেন যায়নি
তাহলেই সাক্ষাৎ মৃত্যু ডেকে আনতো !
বট গাছটা অনেক বার সতেজ হয়ে
শাখা প্রশাখা বিস্তার করে হাওয়ার
সাথে কথা বলতে গেছে ,
সে গুড়ে বালি , গ্যাঙম্যানরা
ডালপালা কেটে ধোপদুরস্ত করেছে,
যাতে সে ট্রেনের বাতায়নে না পৌঁছায়,
এই স্টেশনে থেকে শাল গাছের আর
পালিয়ে যাওয়া হোলো না !
কম ব্যস্ত এই স্টেশনের পথশিশু লালু
আর সারমেয় কালুর জঠরানল
নেভাবে কে? চায়ের দোকান'ও বন্ধ
ওদের সৌভাগ্যের দরজাও বন্ধ,
লাথি ঝাঁটা ওদের কাছে স্বাভাবিক,
যেমন স্বাভাবিক সূর্যের লাল আবির
ছড়িয়ে সকালে আলোর দোকান খোলা !
ভাস্কর তুমি আঁধারের মালিন্য মুছিয়ে
এই স্টেশনের যৌবন ফুল উদ্গত কর,
ভাঙা মাটির চায়ের পাত্রের দেহ ও মন
জুড়ে দাও ! বট গাছের তণ্বী হবার
পথ খুলে দাও, স্থাবর না থেকে ওকে
ট্রেনে করে হারিয়ে যেতে দাও সুদূরে,
তোমার প্রভাতের স্তিমিত আলো রশ্মি
লালু ভুলুর জঠরের ক্ষুন্নিবৃত্তি দূর করুক !
প্রাণের পরশে শরতের সকাল এখানে
অচৈতন্য স্টেশনের পুনর্জীবন
সঞ্চারিত করুক !
******************