Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলবন্দি আনিসুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।জেল বন্দী বিজেপি নেতা আনিসুর রহমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে এখন খবরের শিরোনামে ।যদিও ছবিটি পুরানো ।2007 সাল নাগাদ নন্দীগ্রামের আন্দোলনের সময় মমতা বন্দোপাধ্যা…



  । তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা

জেল বন্দী বিজেপি নেতা আনিসুর রহমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে এখন খবরের শিরোনামে ।যদিও ছবিটি পুরানো ।2007 সাল নাগাদ নন্দীগ্রামের আন্দোলনের সময় মমতা বন্দোপাধ্যায় রাস্তা অবরোধ কাটিয়ে  আনিসুরের মোটর বাইক চেপে তমলুক হাসপাতালে আসেন।সেই ছবি হঠাত্ করে এখন কি ভাবে ফেসবুকে এলো তা নিয়ে সারাদিন জল্পনা চলে।প্রশ্ন ওঠে জেলে থাকা অবস্থায় আনিসুর কি করে এ ছবি পোস্ট করতে পারে।জেলের মধ্যে তো মোবাইল থাকার কথা নয়।তবে কে করলো এইকাজ।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি কে পোস্ট করলো।এখানে দেখা যাচ্ছে মমতা বন্দোপাধ্যায় বসে আছেন মোটর বাইকে।আর সে বাইক চালাচ্ছেন আনিসুর নিজেই।
কে এই আনিসুর রহমান ।তিনি আগে ছিলেন ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি ।পাঁশকুড়া তে বাড়ি আনিসুরের।তারপর তৃনমূল ।পরে মুকুল রায়ের হাত ধরে আনিসুরের বিজেপি দলে যোগদান ।
বর্তমানে পাঁশকুড়ার তৃনমূল নেতা কুরবান আলি শাহ কে খুন করার অভিযোগে সে এখন জেলে।আনিসুর ও কুরবান দুজনেই প্রথমে একদলে থাকলেও পরে আনিসুর বিজেপি দলে যোগ দেন মুকুল রায়ের হাত ধরে।আর সেই আনিসুরের ফেসবুকে এই ছবি পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে কি আনিসুর নিজে এই পোস্ট করলো না অন্য কেউ এ কাজ করেছে।খতিয়ে দেখছে পুলিশ ।
তৃনমূলের এক দলের অভিমত বিজেপি এই কাজ করেছে।এটি একটি অভিসন্ধি ।কে কোন দলে থাকার সময় কার সঙ্গে ছবি আছে তা নিয়ে এসব চলছে।তৃনমূলের বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের পর বহূ তৃনমূলের নেতার ছবি দেখায় বিজেপির অর্জুন সিং।অবশ্য তা নিয়ে ফিরদাস হাকিম বলেন এতো হতে পারে।আমরা নানা সময় দলের কর্ম সূচীতে যাই।সেখানে অনেকেই ছবি তোলেন।
তবে আনিসুরের মতো জেল বন্দী আসামির সঙ্গে এই ছবি দেখে সকলেই বিব্রত।পুরানো ছবি এভাবে পোস্ট করে কি বার্তা দিতে চাইছে কেউ।
আবার এক পক্ষের অভিমত আনিসুর চাইছেন আবার তৃনমূল দলে ফিরতে।তাই কাউকে দিয়ে এ ছবি পোস্ট করানো হতে পারে।
আনিসুর রহমান পাঁশকুড়া অঞ্চলের নেতা।তাও আবার কুরবান খুনের অভিযোগে সে জেল বন্দী ।তাই আনিসুর কে নিয়ে তৃনমূলের কোন লাভ নেই।কিন্তু এই ছবি পোস্ট করে তবে কি বার্তা দেওয়া হলো তা নিয়ে রাজনৈতিক মহল উওপ্ত ।
পূর্ব মেদিনীপুর জেলার কোঅডিনেটর তৃনমূল কংগ্রেসের আনন্দময় অধিকারী জানান আনিসুর এক সময় তৃনমূল দল করতেন।এখন সে বিজেপি।তাঁর সঙ্গে তৃনমূল দলের কোন যোগ নেই।আর তাছাড়া সে তৃনমূল কর্মী কে খুনের অপরাধে জেলে।সে কি ছবি পোস্ট করবে বা কাউকে দিয়ে করাবে তার দায় তৃনমূল নেবে না।আর ছবিটিও বহূ পুরানো ।
জেলা বিজেপির এক নেতা জানান আনিসুর আমাদের নেতা।তৃনমূল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে আটক করেছে।তৃনমূল এভাবে বিজেপি নেতাদের জেল বন্দী করছে।তার অ্যাকাউন্ট হ্যাক করে একাজ কেউ করে থাকতে পারে।এমন কাজ বিজেপি দল করে না।তৃনমূল দলের কেউ হয়তো এ কাজ করেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আনিসুর রহমানের ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে।এক দল আর এক দলের দিকে আঙুল তুলছেন।আর এই পরিস্থিতিতে জেলবন্দি আনিসুরের টি আর পি বাড়ছে ।