Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোনির সাঁতারের কোচ সৌমিত্র চট্টোপাধ্যায় ফাইট করতে করতেই ক্রমশই সুস্থ হয়ে উঠছেন

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।সৌমিত্র চট্টোপাধ্যায় ক্রমশই সুস্থ হয়ে উঠছেন।খবর বেলভিউ নার্সিং হোম সূত্রের।মতি নন্দীর কোনির মতো যেন বলছেন কোনি ফাইট ফাইট।আর এই সিনেমায় তিনি ছিলেন কোনির সাঁতারের কোচ।আর এই সৌমিত্র ই বলে ছিলেন কোনি ফা…

 সৌমিত্র চট্টোপাধ্যায়---ছবি-- সংগৃহীত


 । তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

সৌমিত্র চট্টোপাধ্যায় ক্রমশই সুস্থ হয়ে উঠছেন।খবর বেলভিউ নার্সিং হোম সূত্রের।মতি নন্দীর কোনির মতো যেন বলছেন কোনি ফাইট ফাইট।আর এই সিনেমায় তিনি ছিলেন কোনির সাঁতারের কোচ।আর এই সৌমিত্র ই বলে ছিলেন কোনি ফাইট ফাইট।

সেই ফাইট চলছে এখনো।কদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি আজ সুস্থ হয়ে উঠছেন।সাপোর্ট ছাড়াই তিনি এখন রয়েছেন।শরীরে অক্সিজেনের মাত্রা ও ঠিক আছে।ফুসফুস ও অন্যান্য অরগান ও স্বাভাবিক । তবে একটা আচ্ছন্ন ভাব আছে।

কিংবদন্তি এই অভিনেতার অসুস্থতার খবরে দেশ ও বিদেশের অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল।এখন তিনি যত সুস্থ হচ্ছেন তাতে সকলেই খুশি।

গতকাল রাতে অভিনেতা সুন্দর ঘুমিয়েছেন।আগেই তিনি কোভিড নেগেটিভ হয়েছেন।কোভিড সংক্রমণ এখন আর নেই।

ফিজিওথেরাপির সঙ্গে চলছে মিউজিক থেরাপি।রবীন্দ্রনাথের প্রিয় গান শুনছেন তিনি।ডাক্তার দের সঙ্গে খোজ মেজাজে গল্প ও করেছেন শিল্পী ।

 সাপোর্ট ছাড়া ই তিনি ভালো আছেন।ডাক্তাররা অবশ্য দৃষ্টি রাখছেন শিল্পীর শারিরীক খুঁটিনাটির দিকে।

ডাক্তার দের টিম আশা করছেন খুব শীঘ্রই সৌমিত্র চট্টোপাধ্যায় সুস্থ হয়ে ঘরে ফিরবেন।


তরুন চট্টোপাধ্যায় ।