। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ।আবার কংগ্রেস নেতা গুলাম নবি ও করোনা আক্রান্ত হলেন।প্রবীন এই কংগ্রেস নেতা তাঁর করোনার খবর নিজেই জানিয়েছেন ।কংগ্রেস নেতা ও রাজ্য সভার সাংসদ গুল…
![]() |
গুলাম নবি আজাদ--- ছবি-- সংগৃহীত |
। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ।আবার কংগ্রেস নেতা গুলাম নবি ও করোনা আক্রান্ত হলেন।প্রবীন এই কংগ্রেস নেতা তাঁর করোনার খবর নিজেই জানিয়েছেন ।কংগ্রেস নেতা ও রাজ্য সভার সাংসদ গুলাম নবি এখন বাড়িতেই হোম কেয়ারেন্টিনে আছেন।
এর আগে কংগ্রেসের প্রবীন নেতা আহমেদ প্যাটেল, মতিলাল ভোরা ও অভিষেক মনু সিংভি করোনা আক্রান্ত হন।সিংভি সুস্থ হয়ে উঠলেও বাকিরা এখনও চিকিৎসাধীন।
এছাড়া অনেক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী ও করোনা ভাইরাসের শিকার হয়েছিলেন ।এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ , দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ,কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা প্রমুখ ।এছাড়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ ।নেতা নেত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের সদস্য ও সদস্যারা।
সংক্রমণ আটকাতে নানা ধরনের বিধি নিষেধের মধ্যে থেকেও আটকানো যাচ্ছে না সংক্রমণ ।
< p>পশ্চিমবঙ্গের দুর্গা পুজো কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে।পুজোর পরে সংক্রমণের রেশ ধরে রাখা নিয়ে চলছে নানা কর্মসূচী।কংগ্রেস নেতা গুলাম নবী এখন ভালো আছেন।নিজের বাড়িতে ই আছেন হোম কেয়ারেন্টিনে ।
প্রবীন এই কংগ্রেস নেতার সুস্হতা কামনা করছেন গোটা দেশ।
তরুন চট্টোপাধ্যায় ।