Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোটে সায় পলিটব্যুরোর

তরুন চট্টোপাধ্যায়আজ বিহারে প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে।10 নভেম্বর ফল প্রকাশ ।আর তার পরেই শুরু হয়ে যাবে এ রাজ্যের বিধান সভা ভোটের তোড়জোড় ।এদিকে তৃতীয় শক্তি বাম কংগ্রেস জোটে সিলমোহর দিলো সিপিআই এম পলিটব্যুরো ।ফলে জোট করতে অসুবিধা …



 তরুন চট্টোপাধ্যায়

আজ বিহারে প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে।10 নভেম্বর ফল প্রকাশ ।আর তার পরেই শুরু হয়ে যাবে এ রাজ্যের বিধান সভা ভোটের তোড়জোড় ।

এদিকে তৃতীয় শক্তি বাম কংগ্রেস জোটে সিলমোহর দিলো সিপিআই এম পলিটব্যুরো ।ফলে জোট করতে অসুবিধা আর থাকছে না।বিগত নির্বাচনে পলিটব্যুরোর ছাড়পত্র ছিল না।তাই বাম কংগ্রেস জোট না হয়ে আসন সমঝোতা হয়েছিল।কিন্তু সব আসনে তা সম্ভব হয়নি।

সেবার কম আসনে কংগ্রেস প্রার্থী দিয়ে বামফ্রন্টের থেকে ভাল ফল করেছিলো।তাই এবার জোটে আসন নিয়ে টানাটানি চলবে।ইতিমধ্যেই কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী কে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে ভোটে নামতে চাইছে।

এ ছাড়া এবার ভোটে বেশি আসনের দাবিদার ও তারা।ইতিমধ্যেই দুটি বৈঠক হয়ে গেছে।ডিসেম্বরের মধ্যেই কে কোন আসন নেবে সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে।

বড় দুই দল তৃনমূল ও বিজেপি বাম ও কংগ্রেস জোটকে কোনরকম হিসাবের মধ্যেই রাখতে চাইছে না।কারন বিগত ভোটে এদের প্রাপ্য ভোট অঙ্ক খুবই কম।

বাম ও কংগ্রেসের বক্তব্য এই দুটি দল সাম্প্রদায়িকতার তাস খেলছে ভোটে।ফলে বঙ্গের মানুষ এবার এদের ভোট দেবে না।বিকল্প শক্তি হবে এই জোট।

তবে অঙ্কের হিসাব বলছে ভোট যত কাটাকাটি হবে লাভ হবে বিজেপির ।

অঙ্ক এখনো অনেক বাকি।তাই হাতে পেন্সিল ।যখন যেমন প্রশ্ন আসবে সেই মতো উওরের জন্য প্রস্তুত আমরাও।

দেখা যাক শেষমেষ জোটের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে ।

এবার ভোটে শতকরা ভোট বাড়লে বাম কংগ্রেস দু দলের রাজনৈতিক ময়দানে বাড়তি অক্সিজেন আসবে বৈকি।