বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউ এর সরকারী ফ্লাটে আজ গেলেন রাজ্যপাল । আজ সন্ধ্যা ছটায় পাম অ্যাভিনিউ এর সরকারী ফ্লাটে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকড় ।মিনিট কুড়ি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউ এর সরকারী ফ্লাটে আজ গেলেন রাজ্যপাল । আজ সন্ধ্যা ছটায় পাম অ্যাভিনিউ এর সরকারী ফ্লাটে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এলেন রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকড় ।মিনিট কুড়ি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে।তাঁর শারীরিক খোঁজ খবর নিলেন রাজ্য পাল।
গত বছর আগস্ট মাসেও রাজ্য পাল গিয়ে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউ এর ফ্লাটে।সে সময় ও তিনি অসুস্থ ছিলেন।
রাজ্যপালের সূত্রে জানা গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের ও খোঁজ নিয়েছেন তিনি।এছাড়া ও শ্বাস কষ্টের ও কিছু অসুবিধা আছে।
এক সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার চালিয়ে ছিলেন।2011 সালে রাজ্যের পরিবর্তনের ডাক দিয়ে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতা দখল করেন নন্দীগ্রাম ও সিঙুর ইস্যু তে রাজ্য জুড়ে ঝড় ওঠে।পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের বাম ফ্রন্ট সরকার ।
রাজ্যের কিছু অসুবিধা নিয়ে কথা হয় বলে জানা গেছে।
বুদ্ধদেব ভট্টাচার্যের স্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ।বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক সমস্ত সমস্যার কথা রাজ্য পাল শোনেন মীরা দেবীর মুখেই।
অষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন সকলেই ।
তরুন চট্টোপাধ্যায় ।