Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

গদ্যকবিতা শিরোনাম -@ স্বপ্নের গাড়ি @কলমে-          সুশান্ত ঘোষ তারিখ-       ০১\১০\২০২০
জীবনের গতিপথ কেমন যেন বেসুরো আজ,অহঙ্কারের হানাহানি সব মুখলুকোয় ব্যস্ততায়-আর অহমিকাহীন মানুষগুলো কেমন যেন বোবা হয়ে গিয়েছে এক অঘোষিত নিষেধাজ্ঞায় …

 


গদ্যকবিতা 

শিরোনাম -@ স্বপ্নের গাড়ি @

কলমে-          সুশান্ত ঘোষ 

তারিখ-       ০১\১০\২০২০


জীবনের গতিপথ কেমন যেন বেসুরো আজ,

অহঙ্কারের হানাহানি সব মুখলুকোয় ব্যস্ততায়-

আর অহমিকাহীন মানুষগুলো কেমন যেন 

বোবা হয়ে গিয়েছে এক অঘোষিত নিষেধাজ্ঞায় ।

অভাবের তাড়নায়, কষ্টের মাঝে থাকা মানুষজন 

বোবা কান্না কাঁদে একাকী অজান্তে চুপিচুপি ।

বড়ো কষ্টের এই জীবন আজ সবার কাছে ।

কলমটা যেন আড়ি করে দিয়েছে আমার সাথে, 

অদ্ভুত সময়ে হারিয়ে ফেললাম অনেক কিছু- 

অনেক বন্ধু- পরিচিত- বাদ যায়নি আপনজনও ।

তবুও সামনের ওই পৃথিবীতে যেন আলোর দিশা 

খুঁজে ফিরি অজান্তে একাকী রাতের অন্ধকারে ।

স্বপ্নেরা ডানা ঝাপটায় ওই বদ্ধ খাঁচার ভিতর- 

কালো হয়ে থাকা মেঘলা আকাশে একটু আশায় 

স্বপ্নের বাস্তবতার মাঝে ওই অভুক্ত মানুষের হাসি,

এক নতুন প্রভাতের প্রত্যাশায় জেগে থাকি ,

ওই নীল আকাশের দিকে তাকিয়ে, সুস্থ সবল এক

আনন্দনয় কর্মক্ষম রঙিন দিনে মেতে উঠবো বলে।

তুমিও এসো না সাথে, একসাথে ওই দূরের পানে 

পাড়ি দেব তোমাকে সাথে নিয়ে ওই স্বপ্নের গাড়িতে।