বিভাগ-কবিতা শিরোনাম:শরতের রাত কলমে-বন্দনা পাত্র ০১|১০|২০২০ বর্ষা যেদিন বিদায় নিলো----শরৎ ঋতুর জাহাজের অপেক্ষায় তিমির রাত্রিকে বাসিলাম ভালো, যখন অনন্ত ভোরের অপেক্ষায়---শরৎ ঢেউ সাদা আকাশে যেন তুলো।
নীলকন্ঠ পাখি দূরে উড়ে যায় মাঝ …
বিভাগ-কবিতা
শিরোনাম:শরতের রাত
কলমে-বন্দনা পাত্র
০১|১০|২০২০
বর্ষা যেদিন বিদায় নিলো----
শরৎ ঋতুর জাহাজের অপেক্ষায়
তিমির রাত্রিকে বাসিলাম ভালো,
যখন অনন্ত ভোরের অপেক্ষায়---
শরৎ ঢেউ সাদা আকাশে যেন তুলো।
নীলকন্ঠ পাখি দূরে উড়ে যায়
মাঝ নদীতে পেঁজা তুলোর
নাবিক আমি----,
রৌদ্র মধ্য গগনে অপরিমেয়,
নিরুপম নীল সাদা মেঘের যাত্রীর
মতো আমি----
আকাশের কিনারে এক তরণী উড়ে যায়
আমি নিভু নিভু রোদের অপেক্ষায়।
কখন আসিবে ভোরের মতো বিকেল
সাদা বকের মতো ডানা মেলে
শরৎ আকাশ গেছে বর্ষা ভুলে,
তবু গোধূলি আসে ঝিরিঝিরি ফোঁটায়।
প্রাসাদে ঈশ্বরী ভাঙা-চাঁদের জ্যোৎস্নায়
প্রগাঢ়-চুম্বন যেন দুরন্ত প্রেমের ষোড়শী।
আশ্চর্য অনির্বচনীয় শরতের রাত
মেঘের আড়ালে লজ্জিত ভাঙা-চাঁদ,
ষোড়শীর প্রেমের উষ্ণতা নিশিরাতে
হৃদয়ে আগুন জ্বালে মায়াবীর জাদুতে
বিবশ শরীর শরতে দেখে এক বসন্তকে
শরৎ আকাশ পূর্ণ ভালোবেসে তিমির কে।