যারা আজ শ্যাম্পু করেছে অথচ সাবান মাখেনি কিংবা সাবান মেখেছে অথচ শ্যাম্পু করেনি তাদের জন্যে --------
মাখামাখি ___________________________________সঞ্জয় সাহা
খটামটি লেগে যায় শ্যাম্পু ও সাবানেফুচ করে জল ঢোকে হরদম দুকানে ময়লাতে ছয়লাপ ঘ…
যারা আজ শ্যাম্পু করেছে অথচ সাবান মাখেনি কিংবা সাবান মেখেছে অথচ শ্যাম্পু করেনি তাদের জন্যে --------
মাখামাখি
___________________________________
সঞ্জয় সাহা
খটামটি লেগে যায় শ্যাম্পু ও সাবানে
ফুচ করে জল ঢোকে হরদম দুকানে
ময়লাতে ছয়লাপ ঘাড় মাথা পিঠেতে
সাবানের জয়কার ধরে থাকা চিটেতে
শ্যাম্পুও কম কিসে ভেসে যায় খুশকি
ফুরফুরে উড়ো চুলে স্টাইলিশ নোস-কী
গন্ধতে মাতামাতি হাত শুঁকি সহজে
শ্যাম্পু কী টের পায় ঘিলু আছে মগজে ?
শ্যাম্পুর স্যাসে হয় একটাকা দুটাকার
ফেনাময় সেল্ফীতে কিম্ভূত কদাকার
সাবানের প্রচারে তারকার রোশনাই
বেশবাস কমছে তাতে তত দোষ নাই
শ্যাম্পুর জোর কত ধরে চুল টান দে
এলোচুল উড়ে চলে তেলাচুল কান্দে
খেতে যাব হাত ধুই সাবানের ডিবেতে
তাই দেখে জল আসে শ্যাম্পুর জিভেতে
হিহি কাঁপি হুহু কাঁপি শীতকালে শ্যাম্পু
গ্লিসারিন সাবানে দাঁতে দাঁত... ডরপুক
দোকানেতে গিয়ে দেখি থরে থরে বস্তা
তিনটের প্যাক নিলে দাম পড়ে সস্তা
চান ঘরে গান গাই খালি গায় নাওয়া-রে
লজ্জার আছে কী ঢিলেঢালা শাওয়ারে
কিছু সোপ নরলোভী আর কিছু নারীদের
রিঠেফল শ্যাম্পুতে পুরাণেতে পাড়ি দে
কোম্পানী ইদানিং ওজনেতে ফ্রি দেয়
সাবানকে পাশে পেলে শ্যাম্পুও চুমু খায় ?
যারা সব দেখে ফেলে তারা বলে ঘটনা
ফেনা বলে এইসব মিডিয়ার রটনা
বাথরুমে দুজনকে সুখ দেবে দৈবে
কিন্তু সে জলময় ঝগড়াটা রইবে
শ্যাম্পুর জল ঝরে শাখায়িত চুলেতে
কারো কারো গান জাগে নিজ নাভি মূলেতে
চান হলে স্প্রে দিয়ে রোদ্দুরে দাঁড়াবে
প্রেমে জল টুপ টাপ নিজেকেই হারাবে
(প্রকাশিত)