Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

উপলব্ধিহিল্লোল তালুকদার
জীবনের নিয়মে বইছে জীবন আলো আঁধারের হাসাহাসি, অমোঘ নিয়মে কেটে যাওয়া জীবন  কেবল মোহে মিছে ভালোবাসাবাসি।অঙ্গার এ দেহ মনে কেবলই ছাই পোড়া গন্ধ,তবুও হাতের উল্টো পিঠে অশ্রু মুছে খুঁজি জীবনের ছন্দ।সময়ের বিষবৃক্ষ  ত…

 


উপলব্ধি

হিল্লোল তালুকদার


জীবনের নিয়মে বইছে জীবন 

আলো আঁধারের হাসাহাসি, 

অমোঘ নিয়মে কেটে যাওয়া জীবন 

 কেবল মোহে মিছে ভালোবাসাবাসি।

অঙ্গার এ দেহ মনে কেবলই ছাই পোড়া গন্ধ,

তবুও হাতের উল্টো পিঠে অশ্রু মুছে খুঁজি জীবনের ছন্দ।

সময়ের বিষবৃক্ষ  তার উদ্ধত ডালপালা ছড়িয়ে চলেছে প্রতিনিয়ত, 

মনুষ্যত্বহীন মানব জাতির আস্ফালনে

 নতশির ব্যথিত বিবেক। 

বিশ্বাসের পরতে পরতে চোরাবালি,

প্রিয়জন আজ প্রয়োজন মাত্র।   

প্রকাশের ব্যাকুলতায় ছটফট করা শব্দগুলো

অঙ্কুরিত হতে না হতেই পেয়ে যায় মরণ যন্ত্রণা। 

হাসির আড়ালে তাচ্ছিল্য নাকি কপটতা,

 বুঝা দায় হয়ে যায় সুমিষ্ট বাক্যবাণে। 

চোখের জলেও  ছলনার  আস্তরণ, 

স্বার্থসিদ্ধির নির্লজ্জ অভিনয়

বুঝেও না বুঝার শুদ্ধ প্রয়াস। 

প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে চলার প্রতিযোগিতা 

ভুলিয়ে দিয়েছে নিজের স্বকীয়তা। 

চারপাশের কিম্ভূতকিমাকার চরিত্রগুলো 

 কেবলই কৌতূহলী করে তুলে অজান্তে।    

চিরায়ত লালিত স্বপ্নগুলোও 

স্বপ্ন হয়ে প্রস্ফুটিত হতে ভয় পায়। 

কল্পনায় ভেসে বেড়ানো  সুখস্মৃতিগুলো

ঝাপসা হয়ে ভাসতে ভাসতে  বিলীন হয়ে যায়। 

তবু্ও থেমে থাকেনা স্বপ্ন দেখা, 

থেমে থাকেনা  রঙ্গিন, দুষ্টু মিষ্টি কল্পনা।

পূর্ণতা পাবে জেনেও হৃদয় আন্দোলিত হয় 

অনাগত ভবিষ্যতের রৌদ্রোজ্জ্বল হাতছানিতে। 

এইতো জীবন.......

আহারে জীবন........

তবু্ও বেঁচে থাকার ব্যাকুলতায় সতত চঞ্চল।