Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সম্মাননা প্রতিযোগিতা বিভাগ - কবিতা কবিতা - জন্মকথা কলমে - প্রতিভা মজুমদারতারিখ - ০৪.১০.২০২০
সুপ্ত জন্মকথা লেখা আছে বীজের অঙ্কুরোদ্গমে,জল, আলো আর বাতাসের সাহচর্যে কচি পাতার জয়গান - 
ভালোবাসা দিতে পেরেছ? একটুও,মিশিয়ে দিও একবুক …

 


দৈনিক সম্মাননা প্রতিযোগিতা 

বিভাগ - কবিতা 

কবিতা - জন্মকথা 

কলমে - প্রতিভা মজুমদার

তারিখ - ০৪.১০.২০২০


সুপ্ত জন্মকথা লেখা আছে বীজের অঙ্কুরোদ্গমে,

জল, আলো আর বাতাসের সাহচর্যে কচি পাতার জয়গান - 


ভালোবাসা দিতে পেরেছ? একটুও,

মিশিয়ে দিও একবুক ভালোবাসা ওই পাতাবাহারে,

দেখবে, খুশির আলোয়, তরতর করে বেড়ে উঠছে,

স্বপ্ন লতিকা - আদরে, সোহাগে....


আর যদি ভালোবাসা নাই থাকে,

শূন্যতা ঘিরে রাখে, আসে অবসাদ,

রুক্ষ মাটির বুকে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল,

শুষে নেয় আবক্ষ তৃষ্ণা, মাটি শুখাই থাকে,

বদ্ধ ঘরে বাতাসের চলাচল নিষেধের বেড়া ডিঙিয়ে, 

আর আসে না তার মধু গন্ধ মেখে, প্রাণের ছোঁয়া নিয়ে,

আলোর পিছে ঘনিয়ে আসে আঁধার,

ছায়ার লুকোচুরি, শুধুই বেদনা আনে,

একটু ভালোবাসা দিও, তারপর তাকিয়ে দেখো কুঁড়ির দিকে,

ধীরে ধীরে কেমন পাপড়ি মেলে চেয়ে থাকে তোমার দিকে,

শুধু পর্যাপ্ত পরিবেশ নয়, একটু যত্ন, একটু আদর লাগে গো,

চারা থেকে বৃক্ষ, আর কুঁড়ি থেকে ফুল হয়ে উঠতে......